‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের দশ বছর ও প্রসঙ্গকথা
চলতি বছরের শুরু থেকে, ৩৫টি বিদেশী প্রতিনিধিদল সিনচিয়াংয়ে এসেছে এবং অর্থনীতি, বাণিজ্য, কৃষি এবং অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা শুরু করেছে। ভবিষ্যতে, সিনচিয়াং উরুমচি আন্তর্জাতিক স্থলবন্দর, কাশগর ও হরগোস অর্থনৈতিক উন্নয়ন অঞ্চল, পরিবহন বাণিজ্য ও সরবরাহসহ পাঁচটি প্রধান কেন্দ্র, এবং বন্দর অর্থনীতির সাথে আন্তর্জাতিক বিনিময় ও সহযোগিতা আরও প্রসারিত হবে।
যদিও সিনচিয়াং সমুদ্র থেকে অনেক দূরে, তবে সে পুরো বিশ্বকে সংযুক্ত করতে পারে। ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের মাধ্যমে, সিনচিয়াং উত্তর-পশ্চিম সীমান্ত থেকে উন্মুক্ততার সীমানায় চলে গেছে। গত দশ বছরে, সিনচিয়াং সক্রিয়ভাবে তার আঞ্চলিক সুবিধাকে সারা দেশের সামগ্রিক বিন্যাসে অন্তর্ভুক্ত করেছে এবং ‘সারা বিশ্বের অতিথিদের স্বাগত জানাতে’ একটি গুরুত্বপূর্ণ উন্মুক্ত জানালা হয়ে উঠেছে।