বাংলা

‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের দশ বছর ও প্রসঙ্গকথা

CMGPublished: 2023-10-10 15:43:03
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

হরগোসে, চীন ও কাজাখস্তানের যৌথ উদ্যোগে নির্মিত একটি বিশেষ আন্তঃসীমান্ত এলাকা রয়েছে। এটি হল চীন-কাজাখস্তান হরগোস আন্তর্জাতিক সীমান্ত সহযোগিতাকেন্দ্র। এখানে মানুষ দুটি দেশ অতিক্রম করতে পারে এবং অবাধে বাণিজ্য করতে পারে। এখানে দেশ-বিদেশের বিপুলসংখ্যক পর্যটক কেনাকাটা করতে আসেন।

সবেমাত্র শেষ হওয়া চীনের জাতীয় দিবসের ‘স্বর্ণ সপ্তাহ’ ছুটিতে সহযোগিতাকেন্দ্রে প্রবেশকারী লোকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। বিভিন্ন দেশের লোকেরা ব্যবসা বা সহযোগিতার জন্য এখানে আসেন। এখানে ভ্রমণ, কেনাকাটা এবং ব্যবসা করা খুবই সুবিধাজনক।

‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগে অংশগ্রহণকারী দেশগুলোর বিশেষ পণ্য, যেমন চকোলেট, মধু, কৃষিপণ্য, সারা বিশ্বের পর্যটকদের প্রিয়। বিভিন্ন পণ্য উপভোগ করার সময়, লোকেরা বিভিন্ন সংস্কৃতিরও অভিজ্ঞতাও লাভ করছে এবং ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের সুফল ভোগ করছে।

হরগোসের দ্রুত বিকাশ গত দশ বছরে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের অবদানের একটি দিক। বর্তমানে, সিনচিয়াং ২৫টি দেশ ও আন্তর্জাতিক সংস্থার সাথে ২১টি সহযোগিতাচুক্তি স্বাক্ষর করেছে; ১৯০টি দেশ ও অঞ্চলের সাথে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করেছে; এবং ৬০টিরও বেশি দেশ ও অঞ্চলের বিদেশী বিনিয়োগ রয়েছে।

যখন আমরা উরুমচিতে আন্তর্জাতিক স্থলবন্দর এলাকা পরিদর্শন করি, তখন বাংলাদেশী সাংবাদিকরা বিস্মিত হয়েছিলেন। এতো বড় স্থলবন্দর এলাকা, পর্যাপ্ত বিদ্যুত ও অন্যান্য অবকাঠামোগত ব্যবস্থা! সিনচিয়াং এতো দ্রুত বিকশিত হয়েছে দেখে তাঁরা অবাক হয়েছেন।

‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগ প্রস্তাবিত হওয়ার পর থেকে গত দশ বছরে, সিনচিয়াংয়ের প্রধান অবকাঠামো উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হয়। ১১৮টি দ্বিপাক্ষিক আন্তর্জাতিক পরিবহন সড়ক এবং ১৯টি দেশের ২৩টি শহরের সাথে বিমান যোগাযোগ চালু হয়েছে এর। চলতি বছরের সেপ্টেম্বরের শেষ পর্যন্ত, ৬৫ হাজার চীন-ইউরোপ (মধ্য-এশিয়া) রেলগাড়ি যাতায়াত করেছে, যা সারা চীনের অর্ধেকেরও বেশি। ২০২২ সালে, সিনচিয়াং-এর মোট বৈদেশিক বাণিজ্যে আমদানি ও রপ্তানির মোট মূল্য ২৪০ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে, যা গত বছরের তুলনায় ৫৭% বেশি এবং অবশ্যই একটি নতুন রেকর্ড।

首页上一页123全文 3 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn