কৃষক ও ফসল উত্সব
চীনের কৃষক ও ফসল উত্সব উপলক্ষ্যে বিভিন্ন উদযাপনী কার্যকলাপ আয়োজিত হয়। বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে চীনের কৃষি, শিল্প ও গ্রামের আধুনিকায়নের প্রকৃত চিত্র তুলে ধরা হয়। কৃষক ও ফসল উত্সব হলো কৃষকদের উত্সব। কৃষক ও ফসল উত্সব উদযাপনের বিশেষ তাত্পর্য রয়েছে। প্রথমত, উত্সব উপলক্ষ্যে ধারাবাহিক কৃষি ও শিল্পসহায়ক ব্যবস্থা ও নীতিমালা কার্যকর হতে পারে; গ্রামীণ এলাকার অভ্যন্তরীণ গতিশীলতাকে উদ্দীপিত করা যায়। দ্বিতীয়ত, কৃষিপণ্যের প্রদর্শনী ও গ্রামীণ পর্যটনের মাধ্যমে গ্রামীণ ভোগের জীবনীশক্তি উদ্দীপিত করা এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত করা যায়।
সম্প্রতি জাতীয় পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত এক পরিসংখ্যানে বলা হয়েছে, চলতি বছর চীনের গ্রীষ্মকালীন ফসল ফলেছে মোট ২৯২.৩ বিলিয়ন জি তথা প্রায় ১৫০ বিলিয়ন কেজি, যা বছরের প্রথমার্ধের চেয়ে ০.৯ শতাংশ কম। ফসল বপনের জমির আয়তন ০.৩ শতাংশ বেশি ছিল। এক্ষেত্রে টানা ৩ বছর ধরে প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। সামগ্রিকভাবে যদিও আউটপুট সামান্য হ্রাস পেয়েছে, তবে তা এখনও তুলনামূলকভাবে উচ্চ স্তরে রয়েছে। এটি সারা বছর ধরে স্থিতিশীল শস্য উৎপাদনের জন্য একটি শক্ত ভিত্তি স্থাপন করেছে।
এদিকে, খাদ্যশস্যের নিরাপত্তা হলো একটি কৌশলগত ইস্যু। আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে যে, চীনের খাদ্যের সরবরাহ ও চাহিদার মধ্যে ভারসাম্যে কোনো পরিবর্তন ঘটেনি। ভবিষ্যতে খাদ্যের চাহিদা বাড়তে থাকবে এবং সরবরাহ ও চাহিদার মধ্যে আঁটসাঁট ভারসাম্য ক্রমশ আরও আঁটসাঁট হয়ে উঠবে। শস্য উৎপাদনের ক্ষেত্রে উন্নতি এবং শস্য উৎপাদন-ক্ষমতা উন্নত করার জন্য জোর প্রচেষ্টা চালাতে হবে।
কৃষকদের মৌলিক আয় নিশ্চিত করলে এবং খাদ্যশস্য বপনের এলাকা স্থিতিশীল থাকলে দেশের খাদ্য-নিরাপত্তাও নিশ্চিত করা যাবে।
সি চিন পিং বলেন, শক্তিশালী কৃষিশিল্প হলো একটি শক্তিশালী আধুনিক সমাজতান্ত্রিক দেশের ভিত্তি। উচ্চমানের উন্নয়ন অর্জনের জন্য কৃষির আধুনিকায়ন প্রয়োজন। কার্যকরভাবে আবাদী জমি সংরক্ষণ, শস্যবপন ক্ষেত্রের আয়তন স্থিতিশীল রাখা, উচ্চমানের কৃষিক্ষেত্র নির্মাণ জোরদার করা, এবং খাদ্যশস্য ও গুরুত্বপূর্ণ কৃষিপণ্যের স্থিতিশীল ও নিরাপদ সরবরাহ নিশ্চিত করতে হবে।