কৃষক ও ফসল উত্সব
সেপ্টেম্বর ২৫: চীনের কৃষক ও ফসল উত্সব হলো জাতীয় পর্যায়ে কৃষকদের জন্য বিশেষভাবে পালিত একটি উৎসব। উত্সবটি পালিত হচ্ছে ২০১৮ সাল থেকে। প্রতিবছর ‘শারদীয় বিষুব’-এ উত্সবটি পালিত হয়।
এ উত্সবে লক্ষ লক্ষ কৃষকের উদ্দীপনা, উদ্যোগ ও সৃজনশীলতা প্রকাশিত হয়। ‘চীনের কৃষক ও ফসল উত্সব’-এর আয়োজন গ্রামীণ সংস্কার ও উন্নয়নের মহান অর্জনগুলোকে তুলে ধরতে পারে এবং প্রাচীনকাল থেকে চীনের কৃষি-ভিত্তিক ঐতিহ্যের প্রতিফলন ঘটায়।
২০১৮ সাল থেকে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং টানা ছয় বছর সকল কৃষক ও কৃষিকাজের সাথে জড়িত কর্মীদেরকে অভিনন্দন বার্তা পাঠিয়ে আসছেন, এই বিশেষ দিনে। এতে প্রতিফলিত হচ্ছে যে, সি চিন পিং-কে কেন্দ্র করে চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি কৃষিকাজের ওপর যথেষ্ট গুরুত্ব দেয়। কৃষক ও ফসল উত্সব আয়োজন সমগ্র সমাজের কৃষির প্রতি দৃষ্টি আকর্ষণ করে; সমাজে গ্রাম ও কৃষকের যত্ন নেওয়ার গুরুত্ব ভালো করে বুঝতে পারে।
খাদ্য-নিরাপত্তা জাতীয় অর্থনীতি ও জনগণের জীবিকার সাথে সম্পর্কিত বিষয়। সি চিন পিং বহুবার জোর দিয়ে বলেছেন, এক শ কোটির বেশি মানুষের খাবারের সমস্যা সমাধান করা সবসময়ই সিপিসি’র সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। কৃষক ও ফসল উত্সব উদযাপনের মাধ্যমে ধারাবাহিক নতুন প্রযুক্তি ও সরঞ্জাম উন্নয়ন ও প্রচার করা যায়। কৃষকের কাজ করার উদ্দীপনাও এতে বাড়ে।
চলতি বছরের গ্রীষ্মকালে দক্ষিণ চীনে উচ্চ তাপমাত্রা ও খরা এবং উত্তর চীনের অন্যান্য স্থানে মারাত্মক বন্যা দেখা দেয়। চীনা কৃষকরা এমন কঠিন চ্যালেঞ্জ অতিক্রম করে গ্রীষ্মকালীন গম ঘরে তুলেছে। শরতে শস্য ছিল সাধারণ বছরের মতোই।