৩৯তম শিক্ষক দিবস প্রসঙ্গ
চীনের কুইচৌ, সিছুয়ান ও আনহুই-সহ নানান প্রদেশে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, শিক্ষকের চরিত্রে অভিনয়, এবং মজাদার গেমসের মাধ্যমে নিজ নিজ প্রিয় শিক্ষককে আন্তরিক শুভেচ্ছা জানায়।
চীনের চিয়াংসি প্রদেশের নাছাং ও সিংকুওসহ বেশ কয়েকটি স্থানে নতুন শিক্ষক ও শিক্ষক প্রতিনিধিরা জাঁকজমকপূর্ণভাবে ‘গণপ্রজাতন্ত্রী চীনের শিক্ষক আইন’ শেখেন এবং শপথ গ্রহণ করেন। শিক্ষকরা বিপ্লবী স্থান ঘুরে দেখেন এবং লাল বাহিনীর বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজেদের দায়িত্ব পালনের দৃঢ় প্রতিজ্ঞা প্রদর্শন করেন।
উল্লেখ্য, বর্তমানে চীনে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন বিষয়ের শিক্ষকের সংখ্যা ১ কোটি ৮৮ লাখ ছাড়িয়েছে। শিক্ষকদের মানও আগের তুলনায় আরও উন্নত হয়েছে। শিক্ষকদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধাও বেড়েছে।