৩৯তম শিক্ষক দিবস প্রসঙ্গ
সেপ্টেম্বর ১১: গতকাল (রোববার) ছিল চীনের ৩৯তম শিক্ষক দিবস। এ উপলক্ষ্যে গোটা চীনের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেসব অনষ্ঠানে সবাই শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
চীনের চিয়াংসি প্রদেশের নান ছাং চিং খাই অঞ্চলে গল্প ভাগাভাগি সেশন আয়োজিত হয়। ভিডিও, সাক্ষাত্কার, ও মেলোড্রামার মাধ্যমে তিন জন শিক্ষকের দৃষ্টান্তমূলক গল্প এতে উপস্থাপন করা হয়। একটির পর একটি উষ্ণ গল্প উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা মুগ্ধ করে। চিয়াংসি প্রদেশের কাইচৌ শহরের সিংকুও জেলায় ১১০ জন পুরাতন ও নতুন শিক্ষকের প্রতিনিধিরা সামষ্টিকভাবে বিপ্লবী শিক্ষার প্রতিশ্রুতি দিয়ে দিবসটি উদযাপন করেন।
চীনের কুইচৌ শহরের থু জাতির স্বায়ত্তশাসিত জেলার তৃতীয় সিনিয়র স্কুলের শিক্ষকরা মঞ্চে বর্ণাঢ্য অনুষ্ঠান পরিবেশন করেন। তাঁরা গান, কবিতা আবৃত্তি, এরোবিকস, ও নৃত্য পরিবেশন করেন।
ইয়ান হ্য তু জাতির স্বায়ত্তশাসিত জেলার তৃতীয় সিনিয়র স্কুলের চীনা ভাষার শিক্ষক চৌ শা বলেন, ‘আলো জ্বালায়, মন উষ্ণ করে, এবং একটি দরজা খুলে দেয়। এটি শিক্ষকের আকর্ষণ। আমি দেশের জন্য নিজের শিক্ষকতার মান অব্যাহতভাবে উন্নত করবো, যাতে নিজেকে একজন শ্রেষ্ঠ শিক্ষকে পরিণত করা যায়।”
চীনের চ্য চিয়াং প্রদেশের চিন হুয়া ও চু চিসহ নানা স্থানে শিক্ষার্থীরা ব্রাশ দিয়ে নিজ নিজ প্রিয় শিক্ষকের ছবি আঁকে। এসব ছবিতে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে গভীর আবেগ প্রতিফলিত হয়। সি মিন প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা সংগ্রহ করা ফুল ও ঘাস দিয়ে ‘ভালোবাসি’ আকৃতির পুষ্পমাল্য তৈরি করে শিক্ষকদের উপহার দেয়।
সি মিন প্রাথমিক স্কুলের শিক্ষার্থী ছেন ইয়া সুয়েন বলে, “সবচেয়ে ভালো উপহার শিক্ষক সুয়েনকে দিতে চাই। এ উপহার দামী নয়, তবে আমার নিজের হাতে তৈরি। শিক্ষক সুয়েকে শিক্ষক দিবসের শুভেচ্ছা।”