বাংলা

সিফটি বিশ্বের অর্থনৈতিক উন্নয়নে নতুন চালিকাশক্তি যুগিয়েছে

CMGPublished: 2023-09-04 11:25:49
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যানে বলা হয়, ২০২২ সালে চীনের পরিষেবা আমদানি-রপ্তানির মোট পরিমাণ ছিল ৬ ট্রিলিয়ন ইউয়ান আরএমবি। যা আগের বছরের চেয়ে ১২.৯ শতাংশ বেশি। চীনের পরিষেবা বাণিজ্যের পরিমাণ টানা নয় বছর ধরে বিশ্বের দ্বিতীয় স্থানে ছিল। এ বছরের প্রথমার্ধে চীনের পরিষেবা বাণিজ্যের পরিমাণ অব্যাহতভাবে বেড়েছে।

চীনের বিরাট বাজার ও সুযোগ রয়েছে। এটি বিশ্বের প্রতিষ্ঠানগুলোর জন্য অনেক কল্যাণকর। বিদেশি প্রতিষ্ঠানগুলো ইতিবাচকভাবে সিফটিতে অংশ নেয়। তারা চীনের বিরাট বাজার ও শিল্পের সুযোগ শেয়ার করতে চায়।

এদিকে ‘সবুজ ও নিম্ন কার্বন’ হলো এবারের মেলার একটি ফোকাস। কার্বন সম্পদ, কার্বন ক্রেডিট ক্রয় ও কার্বন নিরপেক্ষ বীমার উদ্ভাবনী সমাধানের মাধ্যমে মেলা চলাকালে উত্পন্ন গ্রিনহাউস গ্যাস নির্গমন নিরপেক্ষ করা হবে এবং ‘শূন্য কার্বন পরিষেবা বাণিজ্যের’ লক্ষ্য বাস্তবায়ন করা হবে।

এবারের মেলায় ডিজিটাল নেতৃত্বের ভূমিকা তুলে ধরা হয়। বহুমুখী প্রদর্শনী এবং ৯টি বিশেষ প্রদর্শনীতে চিপ প্রযুক্তি, কোয়ান্টাম পরিমাপ ও নিয়ন্ত্রণ, স্যাটেলাইট রিমোট সেন্সিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল চিকিত্সা যত্নে বিশেষ ও নতুন সাফল্য দেখানো হবে। সিফটি বিভিন্ন দেশের প্রতিষ্ঠানগুলো পরিষেবা বাণিজ্যের নতুন নতুন ফর্ম্যাট, নতুন মডেল এবং নতুন ধারণা প্রদর্শনের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম গড়ে তুলেছে। বিগ ডেটা, ইন্টারনেট, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেটাভার্সের ক্ষেত্রে ধারাবাহিক নতুন প্রযুক্তি, নতুন অ্যাপ্লিকেশন, নতুন সাফল্য ও নতুন পরিকল্পনা প্রকাশ করেছে।

সিফটি’র আয়োজনে প্রতিফলিত হচ্ছে যে, চীন বাস্তব পদক্ষেপের মাধ্যমে অর্থনীতির বিশ্বায়ন এবং মানবজাতির অভিন্ন ভাগ্যের সমাজ গঠনের প্রক্রিয়া জোরদার করে আসছে। চীন বৈদেশিক উন্মুক্তকরণের মৌলিক জাতীয় নীতি মেনে চলছে এবং দৃঢ়ভাবে পারস্পরিক সুবিধা ও অভিন্ন কল্যাণকর একটি উন্মুক্ত কৌশল অনুসরণ করছে। পাশাপাশি, অর্থনৈতিক বিশ্বায়ন আরও উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, ভারসাম্যপূর্ণ এবং বিজয়ী করার দিকনির্দেশনা দিচ্ছে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn