বাংলা

সিফটি বিশ্বের অর্থনৈতিক উন্নয়নে নতুন চালিকাশক্তি যুগিয়েছে

CMGPublished: 2023-09-04 11:25:49
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ৩: চীনের আন্তর্জাতিক পরিষেবা মেলা হলো চীনের উন্মুক্তকরণ বৃদ্ধি, সহযোগিতা জোরদার করা ও উদ্ভাবনীমূলক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। ২ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত ‘উন্মুক্তকরণ- উন্নয়নের নেতৃত্ব দেয়, সহযোগিতা- ভবিষ্যত জয় করে’ প্রসঙ্গে ২০২৩ সাল চীনের আন্তর্জাতিক পরিষেবা মেলা অর্থাত্ সিফটি বেইজিংয়ে অনুষ্ঠিত হচ্ছে। মহামারির পর এ বছরই প্রথম চীন সম্পূর্ণ সরাসরি প্রদর্শনীটি শুরু করেছে।

এবারের সিফটি আন্তর্জাতিকীকরণ, কর্তৃত্ব এবং বিশেষীকরণকে তুলে ধরেছে। পাশাপাশি, এতে আরও প্রদর্শক ও ব্যবসায়ীদের মধ্যে বিনিময়, আলোচনা ও পারস্পরিক উপকারী সহযোগিতা ও পারস্পরিক সুবিধা এবং অভিন্ন কল্যাণ জোরদার করা হয়েছে। উল্লেখ্য, মোট ২৪০০টিরও বেশি কোম্পানি অফলাইনে প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। এরমধ্যে বিশ্বের শীর্ষ ৫০০টি কোম্পানি ও শিল্প-প্রতিষ্ঠানের পরিমাণ পাঁচ শতাধিক। প্রদর্শনীর মোট আয়তন ১.৫৫ লাখ বর্গমিটার। অংশগ্রহণকারীদের সংখ্যা ও প্রদর্শনীর আয়তন উভয়ই আগের মেলার তুলনায় বেশি। এ ছাড়া, ৫৯টি দেশ এবং ২৪টি আন্তর্জাতিক সংস্থা প্রদর্শনী ও সভা গঠন করেছে, যা আগের মেলার চেয়ে ১২টি বেশি এবং সামগ্রিক আন্তর্জাতিকীকরণের হার ২০ শতাংশের বেশি। মেলায় চীনের পরিষেবা বাণিজ্য উন্নয়ন প্রতিবেদন ও বিশ্ব পর্যটন শহরের উন্নয়ন প্রতিবেদনসহ বিভিন্ন সাফল্য প্রতিবেদন প্রকাশিত হবে।

২০১২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ছয়বার বেইজিংয়ে মেলাটি আয়োজন করা হয়েছিল। ২০২০ সাল থেকে মেলাটি আনুষ্ঠানিকভাবে সিফটিতে পরিণত হয়। দীর্ঘ ১১ বছরে সিফটি বিশ্বের পরিষেবা বাণিজ্যের ক্ষেত্রে একটি নেতৃস্থানীয় মেলায় পরিণত হয়েছে। সিফটি হলো চীন ও বিশ্বের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগের একটি প্ল্যাটফর্ম।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn