ছেংতু ৩১তম বিশ্ব বিশ্ববিদ্যালয় গেমস প্রসঙ্গ
গত আটাশে জুলাই থেকে চীনের সিছুয়ান প্রদেশের রাজধানী ছেংতুতে শুরু হয়েছে ৩১তম বিশ্ব বিশ্ববিদ্যালয় গ্রীষ্মকালীন গেমস; চলবে ৮ অগাস্ট পর্যন্ত। মহামারি শেষ হবার পর চীনে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক গেমস এটি এবং পশ্চিম চীনের ছেংতু শহরে অনুষ্ঠিত প্রথম বড় আকারের আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ২৮ জুলাই উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, ছেংতু বিশ্ব বিশ্ববিদ্যালয় গেমস চীনা বৈশিষ্ট্যের, সমকালীন, ও তারুণ্যখচিত একটি ক্রীড়া অনুষ্ঠান হবে। এতে বিশ্বের নানান দেশের যুবক-যুবতীরা পরস্পরকে জানতে পারবে।
বিশ্ব বিশ্ববিদ্যালয় গেমস গ্রীষ্মকালে ও শীতকালে অনুষ্ঠিত হয়। এ বছর গ্রীষ্মে এই গেমস অনুষ্ঠিত হচ্ছে; আগামী বছর অনুষ্ঠিত হবে শীতে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যাদের বয়স ১৭ থেকে ২৮ বছর, তাঁরা এই গেমসে অংশগ্রহণ করতে পারে। এবার বিশ্বের ১১৩টি দেশ ও অঞ্চলের ৬৫০০ জন ক্রীড়াবিদ গেমসে অংশগ্রহণ করছে, যা একটি রেকর্ড। একে ‘ছোট অলিম্পিক গেমস’ বলেও ডাকা হয়। কারণ, আকারের দিক থেকে দেখলে, এটি অলিম্পিক গেমসের পর দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা এবং এতে অংশগ্রহণকারী অনেক ক্রীড়াবিদ আগামী বছরের অলিম্পিক গেমসেও অংশ নেবেন। এবারের গেমস তাদের দক্ষতা যাচাইয়ের গুরুত্বপূর্ণ প্লাটফর্ম।
মহামারির কারণে এবার গেমস দু’বার পিছিয়েছে। তবে, ছেংতু এ সময় কাজে লাগিয়ে আরও উচ্চ পর্যায় ও মানের স্টেডিয়াম নির্মাণ ও রূপান্তর করেছে। এবারের গেমসের স্টেডিয়ামের মান অলিম্পিক গেমসের পর্যায়ের সমান। পাশাপাশি সহজ, নিরাপদ ও চমত্কার একটি অনুষ্ঠান আয়োজনের জন্য ছেংতু নানা ব্যবস্থা গ্রহণ করেছে।
এবার গেমস ভিলেজ ছেংতু বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে স্থাপন করা হয়েছে। গেমসের পর ক্রীড়াবিদদের ডরমিটরি শিক্ষার্থীদের ডরমিটরি হিসেবে ব্যবহার করা হবে।