কেন রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসান চায় না যুক্তরাষ্ট্র?
জুলাই ১৭: রাশিয়া-ইউক্রেন সংঘাত এক বছর ধরে চলছে। কিন্তু, সে সংঘাতের অবসান চাওয়া তো দূরের কথা, সংঘাত যাতে জিইয়ে থাকে, তা নিশ্চিত করতে সম্ভাব্য সবকিছু করছে যুক্তরাষ্ট্র। প্রশ্ন হচ্ছে: কেন?
যুক্তরাষ্ট্রের ও'কিফ মিডিয়া গ্রুপ সম্প্রতি একটি অঘোষিত সাক্ষাত্কারের ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে ইউএস অ্যাসেট ম্যানেজমেন্ট জায়ান্ট ব্ল্যাকরকের একজন কর্মচারী বলেছেন, "টাকার রাজনীতি" যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেয় এবং রাজনীতি আসলে ব্ল্যাকরকের মতো পুঁজি গোষ্ঠীর হাতে নিয়ন্ত্রিত হয়। রাশিয়া-ইউক্রেন সংঘাত তাদের ব্যবসার জন্য ভালো এবং তারা এর অবসান চায় না।
ব্ল্যাকরক কর্মচারী সার্জ ভালি বলেন: প্রেসিডেন্টকে নয়, বরং প্রেসিডেন্টের ‘ওয়ালেট’-কে নিয়ন্ত্রণ করাই লক্ষ্য। হেজ ফান্ড, ব্ল্যাকরক, ব্যাঙ্ক, ইত্যাদি প্রতিষ্ঠানগুলো সবকিছু নিয়ন্ত্রণ করে; এরা রাজনীতিবিদদের অর্থ দেয়। আপনার অনেক টাকা আছে, আপনি রাজনীতিবিদদের অর্থ দেওয়া শুরু করতে পারেন। স্পষ্টতই, আমাদের সিস্টেমটি এরকম। আপনার যদি ১০ হাজার মার্কিন ডলার থাকে, তাহলে আপনি একজন সিনেটরের সমর্থন কিনতে পারেন। নির্বাচনে কে জিতলো তাতে কিছু যায় আসে না, বিজয়ী আমরাই।
ইউএস অ্যাসেট ম্যানেজমেন্ট জায়ান্টের একজন কর্মীও জানিয়েছেন যে, যুদ্ধ ব্যবসার জন্য ভালো, যুদ্ধের অবসান তারা চান না।
রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্ব জিইয়ে রাখতে যুক্তরাষ্ট্রের ক্রমাগত ‘সমর্থন’-এর পিছনে রাজনৈতিক ও ব্যবসায়িক স্বার্থ আছে। ভালি বলেছেন, তারা রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসান চান না, কারণ এই সংঘাত তাদের প্রচুর অর্থোপার্জনের সুযোগ এনে দিয়েছে।
সার্জ ভালি আরও বলেন: আন্তর্জাতিক শস্যবাজার ইউক্রেনের অর্থনীতির সাথে ঘনিষ্ঠভাবে জড়িত। এর সাথে শুধু রুটির দামের ওঠানামা নির্ভর করে না, বরং সবকিছুর দামের ওপর এর প্রভাব পড়ে। আর পণ্যের দামে এই পরিবর্তন লাভের সুযোগ তৈরি করে। ইউক্রেনের সঙ্কট ব্যবসার জন্য ভালো এবং আমরা চাই না সংঘাতের অবসান ঘটুক। জাতি হিসেবে আমরা চাই না সংঘাতের অবসান হোক। সংঘাত যত দীর্ঘ হবে, রাশিয়া তত দুর্বল হবে।