চীনের ঐতিহ্যবাহী তুয়ান উ উৎসব
দক্ষিণ চীনের কিছু জায়গায় প্রেমিক ও প্রেমিকারা উপহার হিসেবে উৎসবের সময় পরস্পরকে এ থলি দেয় এবং প্রবীণরা পদ্মফুল, মাছসহ নানা আকারের থলি পরতে পছন্দ করেন । কারণ এগুলো দীর্ঘায়ুর প্রতীক।
আগে থলি পোশাকের উপর লাগানো হতো, তবে আধুনিক সময়ে তা শরীরের পিছনের দিকে বা গাড়িতে লাগানো হয়।
ড্রাগন নৌকা প্রতিযোগিতা
তুয়ান উ উৎসবের আরেকটি নাম আছে, তা হল ড্রাগন নৌকা উৎসব। ড্রাগন নৌকা প্রতিযোগিতাও তুয়ান উ উৎসবের সময়ের গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। দক্ষিণ চীনের মানুষেরা এবং উত্তর চীনে যারা নদীর পাশে বাস করেন - তারা উৎসবের সময়ে ড্রাগন আকারের নৌকায় বসে গতির প্রতিযোগিতা করেন। ২০২১ সালে টোকিও অলিম্পিক গেমসে ড্রাগন নৌকা প্রতিযোগিতা সবার দৃষ্টি আকর্ষণ করেছিল। আমি বিশ্বাস করি, ভবিষ্যতে ড্রাগন নৌকা প্রতিযোগিতা একটি আনুষ্ঠানিক অলিম্পিক ইভেন্ট হিসেবে স্বীকৃতি পাবে।
তুয়ান উ উৎসবের ঐতিহ্যগুলো সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরেছি। আশা করি, আপনারা চীনের এ উৎসব সম্পর্কে কিছুটা হলেও জানতে পেরেছেন। অনুষ্ঠানের শেষে সবাইকে জানাই তুয়ান উ উৎসবের শুভেচ্ছা, ‘তুয়ান উ আন কাং’।