পরিবেশ দিবসে চীনের গ্রামের পরিবেশ দেখুন
এখন বাড়ি যেন উদ্যানে পরিণত হয়েছে, গ্রাম এখন দর্শনীয় স্থানে পরিণত হয়েছে, কৃষকের বাড়িঘর হোমস্টেতে পরিণত হয়েছে। এভাবে প্রাকৃতিক সম্পদের উত্তম ব্যবহার করে আয়-রোজগার করছেন স্থানীয়রা।
গ্রামের পুনর্নির্মাণ প্রকল্প চালু হওয়ার বিশ বছরে চ্য চিয়াং প্রদেশ সবার আগে তা ভালোভাবে বাস্তবায়ন করে। গ্রামের আবাসিক পরিবেশ উন্নয়নের সঙ্গে সঙ্গে সবুজ শিল্প উন্নত হয়েছে। গ্রামীণ শিল্পের উন্নয়ন এবং কৃষকের ধনী হওয়ার পথ সুগম হয়েছে।
সর্বশেষ আরেকটি সূচক হল, শহর ও গ্রামের মানুষদের আয়ের ব্যবধান আরো কমেছে। এই হার এখন ১.৯ হয়েছে।
শহর ও গ্রামের মানুষের আয়ের ব্যবধান গ্রাম পুনর্নির্মাণের মাধ্যমে আরো কমে এসেছে। আসলে, এই সূচক টানা দশ বছর ধরে কমছে; যা চ্য চিয়াং প্রদেশের উচ্চ মানের উন্নয়ন এবং যৌথভাবে ধনী হওয়ার ক্ষেত্রে দৃষ্টান্তমূলক অঞ্চল নির্মাণের দৃঢ় ভিত্তি স্থাপন করেছে।
আসলে চীনে গ্রামের পরিবেশের উন্নয়নের কাজ কখনই থেমে যায় নি। ২০২০ সালের শেষ নাগাদ, চীন সরকার বিশেষভাবে ২৫.৮ বিলিয়ন ইউয়ান বরাদ্দ দেয়। এই অর্থ দিয়ে গ্রামের দূষিত পানি মোকাবিলা, আবর্জনা শ্রেণীবিন্যাস করা, পশুপালন শিল্পের দূষণ মোকাবিলাকে কেন্দ্র করে বিভিন্ন গ্রামের পরিবেশ উন্নত করা হয়। এতে ১ লাখ ৯৫ হাজার গ্রাম লাভবান হয়েছে।
বর্তমানে চীনের বিভিন্ন গ্রামে চ্য চিয়াং প্রদেশের ‘হাজার দৃষ্টান্তমূলক গ্রাম এবং দশ হাজার গ্রাম পুনর্নির্মাণ’ প্রকল্পের উত্সাহে, প্রাকৃতিক সংরক্ষণ চেষ্টা চালু হয়েছে। মানুষ প্রকৃতি সংরক্ষণ করলে প্রকৃতিও মানবজাতিকে প্রতিদান দেয়। প্রাকৃতিক অর্থনীতি এখন চীনের অসংখ্য গ্রামে কৃষকদের ধনী হওয়ার কার্যকর পদ্ধতিতে পরিণত হয়েছে।