বাংলা

পরিবেশ দিবসে চীনের গ্রামের পরিবেশ দেখুন

CMGPublished: 2023-06-05 11:54:29
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

আজ বিশ্ব পরিবেশ দিবস। ২০০৩ সালের ৫ জুন চ্য চিয়াং প্রদেশে ‘হাজার দৃষ্টান্তমূলক গ্রাম এবং দশ হাজার গ্রাম পুনর্নির্মাণের’ প্রকল্প চালু করা হয়। এরপর বিশ বছরে এ প্রকল্পটি চ্য চিয়াং প্রদেশের গ্রামগুলোকে সুন্দর ও টেকসইভাবে গড়ে তুলেছে। উল্লেখযোগ্য বিষয় হল, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে এই প্রকল্পটি জাতিসংঘের সর্বোচ্চ পরিবেশ পুরস্কার- চ্যাম্পিয়ন্স অব দি আর্থ (Champions of the Earth Award) লাভ করে। আজ এই প্রকল্প এবং চীনের গ্রামের বর্তমান অবস্থা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো।

এখন চীনের দক্ষিণাঞ্চলের শহরের সবচেয়ে সুন্দর সময় শুরু হয়েছে। চীনের চ্য চিয়াং প্রদেশের সবখানে দেখা যায় প্রাণবন্ত দৃশ্য।

২০০৩ সালে চ্য চিয়াং প্রদেশে ‘হাজার দৃষ্টান্তমূলক গ্রাম এবং দশ হাজার গ্রাম পুনর্নির্মাণের’ প্রকল্প চালু হয়। পুরো প্রদেশ থেকে দশ হাজার গ্রাম বাছাই করে সুন্দরভাবে পুনর্নির্মাণ করার মাধ্যমে ১ হাজার গ্রাম ‘সার্বিক সচ্ছল গ্রামের দৃষ্টান্ত’ হিসেবে উপস্থাপন করার কাজ হাতে নেওয়া হয়।

যে বিষয়ে জনগণের আগ্রহ সবচেয়ে বেশি, সেসব বিষয় থেকে শুরু করে, দূষিত পানির সমস্যা সার্বিকভাবে সমাধান করা হয়, ‘আবর্জনা বিপ্লব’ প্রকল্পের মাধ্যমে গ্রামের আবর্জনা সুবিন্যস্ত করা হয়। শৌচাগার তৈরি করা হয় এবং সুন্দর গ্রামীণ কাঠামো সার্বিকভাবে গড়ে তোলা হয়।

পাহাড়গুলো আরো সবুজ হয়ে ওঠে, পানি আরো পরিচ্ছন্ন হয়, আকাশ আরো নীল হয়। সে ধারাবাহিকতায় সাম্প্রতিক বছরগুলোতে চ্য চিয়াং প্রদেশের গ্রামের আবাসিক পরিবেশ দীর্ঘসময় ধরে দেশের শীর্ষস্থানে থেকেছে। এখানে বনভূমির বর্তমান আয়তন ৬১ শতাংশ।

বড় আকারের পশুপালন কারখানা বন্ধ করা, অবৈধ স্থাপনাগুলো ভেঙে দেওয়া, কৃষকের বাড়িঘর পুনর্নির্মাণ করা—ইত্যাদি পদক্ষেপের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের লক্ষ্য বাস্তবায়ন করা হয়। এভাবে গ্রামগুলো ধীরে ধীরে উন্নয়নের নতুন পথে এগিয়েছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn