বাংলা

চীনের ডেলিভারি ব্যবস্থা কেমন দ্রুত ও সুবিধাজনক?

CMGPublished: 2023-05-16 15:18:03
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

অল্প কয়েক বছরের মধ্যে রান অ্যারেন্ডস্‌ (run errands) সেবা কেন এত দ্রুত সমৃদ্ধ ও জনপ্রিয় হয়েছে?

তাত্ক্ষণিক চাহিদা বেড়ে যাওয়া এবং ভোগ ব্যবস্থা উন্নত হওয়া যৌথভাবে রান অ্যারেন্ডস্‌ (run errands) সেবা উন্নয়নের চালিকাশক্তি।

রেস্তরাঁ থেকে খাবার ডেলিভারি করা থেকে শুরু করে খুচরা বিক্রি হওয়া পণ্যসেবা দেওয়া, ভোক্তাদের ভোগের চাহিদা এবং ভোগ্যের কার্যকারিতা বৃদ্ধি পাচ্ছে। তাই রান অ্যারেন্ডস্‌ (run errands) সেবার মাধ্যমে ভোক্তারা ঘরে বসেই অনেক সময় সাশ্রয় করতে পারছেন। এই প্রবণতা প্রমাণ করেছে যে, ভোক্তাদের চাহিদা ক্রমেই বাড়ছে। অর্থাত্ সময় ও শক্তি সাশ্রয় করা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।

এ ছাড়া চীনে নাগরিকদের আয় বৃদ্ধি এবং তরুণ মানুষ ভোগ্যের প্রধান শক্তি হওয়ার সঙ্গে সঙ্গে, জীবন সম্বন্ধে মানুষের চাহিদা আগের মৌলিক চাহিদা মেটানো থেকে এখন ভোগের গুণগতমান বাড়ানোর বিষয়ে পরিণত হয়েছে। চীনারা সেবার জন্য মূল্য দিতে চায়। এর মাধ্যমে আরো ভালো পণ্য এবং আরো আরামদায়ক জীবন লাভ করতে চায়। এ কারণে চীনে রান অ্যারেন্ডস্‌ (run errands) সেবা উন্নয়নের ভিত্তি স্থাপিত হয়েছে।

এ ছাড়া রান অ্যারেন্ডস্‌ (run errands) সেবা অনেক কর্মসংস্থানের সৃষ্টিও করে। সেবা নেটওয়ার্ক আরো সম্প্রসারিত হচ্ছে। কর্মী নিয়োগের পদ্ধতিও আরো সহনীয় হচ্ছে। অনেক অনলাইন সেবা প্ল্যাটফর্ম অল্প সময়ের মধ্যে অনেক কর্মী নিয়োগ দিতে পেরেছে। এর ফলে আরো ব্যাপক সেবা নেটওয়ার্ক স্থাপন করা যাবে।

লজিস্টিক্স ব্যবস্থা সুষ্ঠু হলে সমাজের উন্নয়নও সমৃদ্ধ হতে পারে। অনেক প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞ রান অ্যারেন্ডস্‌ (run errands) সেবা নিয়ে চীনের উন্নয়ন সম্বন্ধে খুব আস্থাবান। পরবর্তীতে গণজীবনে সেবা শিল্প দ্রুত উন্নতি এবং সরবরাহ ও চাহিদা যৌথভাবে কাজ করলে, রান অ্যারেন্ডস্‌ (run errands) সেবা ‘১৫ মিনিটের সেবা-চক্র’ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মানুষের জীবন আরো সুবিধাজনক হবে। ক্রেতারাও আরো সক্রিয় হবে।

সাধারণ ডেলিভারি থেকে শুরু করে সব কিছু ডেলিভারি করা— এমন পরিবর্তনের পিছনে রয়েছে চীনা ভোক্তাদের চাহিদার রূপান্তর এবং চীনের বৈশিষ্ট্যময় সেবা শিল্পের সমৃদ্ধ উন্নয়ন। এর মাধ্যমে কর্মসংস্থান বেড়েছে, লোকজনের জীবন আরো সুবিধাজনক হয়েছে, প্রতিষ্ঠাগুলোও নতুন সুযোগ পেয়েছে, চীনের সেবা শিল্পের মাধ্যমে উচ্চ মানের উন্নয়ন নিশ্চিত হয়েছে।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn