বাংলা

পৃথিবীর সবচেয়ে বড় হ্যাকার যুক্তরাষ্ট্র

CMGPublished: 2023-05-08 16:44:49
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

মে ৮: নজরদারি, গোপন তথ্য চুরি এবং দেশে দেশে নানা রঙের বিপ্লব ঘটানো এখন আর কেবল চলচ্চিত্রের অংশ নয়। এসব যুক্তরাষ্ট্রের বরাবরের আচরণ বলে প্রমাণিত হয়েছে। ২০১৩ সালে এডওয়ার্ড স্নোডেন যুক্তরাষ্ট্রকে হ্যাকারদের সাম্রাজ্য বলে অভিহিত করেছেন। আন্তর্জাতিক সম্প্রদায় এর তীব্র নিন্দা জানালেও যুক্তরাষ্ট্র এহেন আচরণ বন্ধ করেনি, বরং তার তীব্রতা আরও বাড়িয়েছে।

সম্প্রতি চায়না ন্যাশনাল ভাইরাস ইমার্জেন্সি রেসপন্স সেন্টার এবং ছিহু ৩৬০ প্রযুক্তি কোম্পানি লিমিটেডের যৌথ প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র সাইবার হামলা পরিচালনার প্রমাণ তুলে ধরা হয়েছে।

গত ৪ মে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, সিআইএ’র সাইবার অস্ত্র বিশ্বের প্রায় সব ইন্টারনেট এবং আইওটি সম্পদগুলোতে ছড়িয়ে পড়েছে। যে কোনো সময়, যে কোনো জায়গার সংবেদনশীল ডেটা নিরীক্ষণ এবং চুরি করতে পারে সংস্থাটি। সিআইএ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে ৫টি নিয়মিত পদ্ধতিতে নানা দেশে নানা রঙের বিপ্লব পরিচালনা করে—যেমন: দ্য ওনিও রুটার প্রযুক্তি ব্যবহার করে মধ্যপ্রাচ্য অঞ্চলের ইরান, তিউনিসিয়া ও মিশরসহ বেশ কিছু দেশে সরকার বিরোধীদের বিক্ষোভ ও বিরোধী অভিযানে গুপ্ত নেটওয়ার্ক যোগাযোগ পরিষেবা প্রদান করে, যাতে বিরোধীরা সুষ্ঠু যোগাযোগ বজায় রাখার পাশাপাশি সরকারের গ্রেপ্তার ও অনুসরণ থেকে তাদের রক্ষা করতে পারে। নানা দেশে সরকার বিরোধীদের নেটসংযোগ বিচ্ছিন্ন হলে যোগাযোগ রক্ষায় “স্পিক-টু-টুইট’ নামক বিশেষ প্রযুক্তি উন্নয়ন করে তাদের সেবা দিচ্ছে যুক্তরাষ্ট্র। নিজের উন্নত ইন্টারনেট ও টেলিযোগাযোগ প্রযুক্তি এবং অর্থশক্তি ব্যবহার করে গত কয়েক দশকে সিআইএ কমপক্ষে ৫০টিরও বেশি দেশের বৈধ সরকার পরিবর্তনের অপচেষ্টা করেছে। বলা যায় যে যুক্তরাষ্ট্রের হ্যাকারদের আচরণ বিশ্ব বিশৃঙ্খলার উৎস।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn