বাংলা

যুক্তরাষ্ট্রে রাসায়নিকবাহী ট্রেনের লাইনচ্যুতি ও প্রসঙ্গকথা

CMGPublished: 2023-02-20 15:59:35
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

প্রশ্ন হচ্ছে: সরকারের এ বক্তব্য কি সত্য? দুর্ঘটনার পর এক সপ্তাহ ধরে আমেরিকান মিডিয়া কী রিপোর্ট করছিল? "চীনা বেলুন" এবং ‘সুপার বোল’। ঘটনাস্থলের লোকেরা যখন বাড়িতে ফিরে আসে, তখন তারা দেখতে পায় যে, পাশের নদীর মাছ ও তাদের পোষা প্রাণী মারা গেছে এবং তারা নিজেরাও মাথাব্যথা, বমি বমি ভাব এবং অন্যান্য উপসর্গে ভুগতে শুরু করেছে। তাই তারা সোশ্যাল মিডিয়াতে প্রশ্ন তুলতে শুরু করে এবং অবশেষে "ওহাইও" শব্দটি যুক্তরাষ্টজুড়ে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোর হট সার্চ তালিকায় স্থান করে নেয়।

স্পষ্টতই, ওহাইও সরকার বিশ্বাস করে যে, জনমত পরিচালনার ক্ষেত্রে তাদের সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে এবং মার্কিন সরকার তার নিজের দেশে সংবেদনশীল বিষয়ে অভ্যন্তরীণ জনমত পরিচালনায় আরও "অভিজ্ঞ"। প্রথমত, তারা রিপোর্টিং সম্পূর্ণভাবে বন্ধ করতে পারে না, অন্ধভাবে বিভিন্ন পোস্ট সোস্যাল মিডিয়া থেকে মুছে ফেলাও বৃহত্তর জনমতের ওপর বিরূপ প্রতিক্রিয়া ফেলবে। তাই ঘটনার শুরুতে, সিএনএন এবং ওয়াশিংটন পোস্টে নিউজ হয়, স্থানীয় সরকারও যথারীতি একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। প্রশ্ন হচ্ছে: সত্যিকারের রিপোর্ট করতে চান এমন সাংবাদিক যুক্তরাষ্ট্রে কোথায়? তাদেরকে গ্রেফতার করা হয়েছে! ওহাইওতে এই ঘটনায়, ঘটনাস্থল ও প্রেস ব্রিফিংস্থল থেকে কোনো কোনো সাংবাদিককে পুলিশ হাতকড়া পরিয়ে দেয়।

আমেরিকার মিডিয়া ওহাইওর আকাশে "মাশরুম ক্লাউড" দেখেনি বা এ নিয়ে তেমন একটা রিপোর্টও করেনি। মার্কিন রেলওয়ে বিভাগের ব্যয় কমানোর চেষ্টা ও নিরাপত্তাব্যবস্থার অভাবের কারণে ট্রেন লাইনচ্যুত হয়েছে, এটা স্পষ্ট। আমেরিকায় মত প্রকাশের স্বাধীনতা আসলে সীমিত। আবার যারা সত্য বলতে চান, তাদের সময়মতো নিয়ন্ত্রণ করা হয়। আমেরিকার মিডিয়া বরং চীনের ব্যাপারে বেশি আগ্রহী। চীন সম্পর্কে সত্য-মিথ্যার বাছ-বিচার না-করে রিপোর্ট করা যেন তাদের হবি।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn