বাংলা

যুক্তরাষ্ট্রে রাসায়নিকবাহী ট্রেনের লাইনচ্যুতি ও প্রসঙ্গকথা

CMGPublished: 2023-02-20 15:59:35
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

যুক্তরাষ্ট্রের ওহাইওতে কী হচ্ছে? কখন এটা ঘটেছিলো? আমেরিকান মিডিয়া থেকে আমরা কী তথ্য জানতে পেরেছি? উত্তর হল: এটি ছোট্ট খবর। খবরের শিরোনাম: “ওহাইওতে কোথাও একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে।"

কিন্তু, আসল ঘটনাটি এমন: গত ৩ ফেব্রুয়ারি, ইলিনয় থেকে পেনসিলভানিয়াগামী একটি মালবাহী ট্রেন, ওহাইওর মধ্য দিয়ে যাওয়ার সময় যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনায় পতিত হয়। এর ফলে ট্রেনের প্রায় ৫০টি বগি লাইনচ্যুত হয়। এই ট্রেনের দশটি বগিতে বিষাক্ত রাসায়নিক পদার্থ ছিল। এসব বিষাক্ত পদার্থের মধ্যে রয়েছে "ভিনাইল ক্লোরাইড"। ট্রেন লাইনচ্যুত হওয়ার পর, এটি বিস্ফোরিত হয়, আকাশে আগুনের সাথে ঘন ধোঁয়া উড়তে থাকে এবং শহরের উপরে একটি কালো "মাশরুম মেঘ" তৈরি হয়।

আসুন প্রথমে "ভিনাইল ক্লোরাইড" বুঝি। ভিনাইল ক্লোরাইড হল স্বাভাবিক তাপ ও চাপে থাকা একটি বিষাক্ত, দাহ্য, বর্ণহীন গ্যাস। ১৪ ফেব্রুয়ারি সিবিএস-এর এক প্রতিবেদন অনুসারে, ভিনাইল ক্লোরাইড ছাড়াও, আরও কয়েকটি রাসায়নিক পদার্থও লাইনচ্যুত ট্রেনটি বহন করছিল, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। বিদেশী মিডিয়া মন্তব্য করেছে যে, এই ঘটনা "চেরনোবিল দুর্ঘটনার সাথে তুলনীয়"।

আসুন এবার ওহাইওর প্রতিক্রিয়া দেখি। ৩ ফেব্রুয়ারি ওহাইওর জরুরি বিভাগ দুর্ঘটনাস্থলের ১.৬ কিলোমিটারের মধ্যে হাজার হাজার বাসিন্দাকে জরুরিভাবে অন্যত্র সরিয়ে নেয়। আবার, অপ্রত্যাশিতভাবে, সরকার দুর্ঘটনার মাত্র ৫ দিন পর সতর্কতাব্যবস্থা তুলে নেয়। ওহাইওর গভর্নর ৮ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বলেন, পরিবেশ সুরক্ষা বিভাগের সংগৃহীত নমুনাগুলো থেকে দেখা যাচ্ছে যে, ঘটনাস্থল এবং এর আশেপাশে বায়ুর মানের রিডিং "স্বাভাবিক হয়ে গেছে" এবং বাসিন্দারা "নিরাপদে বাড়িতে ফিরতে পারেন।"

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn