বাংলা

স্বরূপে ফিরছে চীন

CMGPublished: 2023-01-02 15:53:18
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

২০২৩ সাল হবে চীনের সার্বিকভাবে সিপিসি’র বিংশতম জাতীয় কংগ্রেসের চেতনা বাস্তবায়ন এবং সমাজতান্ত্রিক আধুনিক দেশ গঠনের নতুন অগ্রযাত্রার প্রথম বছর। একটি প্রাণচঞ্চল চীন ২০২৩ সালে বিশ্বের জন্য আরও সুযোগ ও আশার আলো সৃষ্টি করবে বলে আশা করা যায়। ঠিক যেমন সিঙ্গাপুরের ‘লিয়ান হ্য চাও পাও’ পত্রিকা বলেছে, চীনের অর্থনীতি বিশ্ব সমৃদ্ধির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। করোনা মহামারি প্রাদুর্ভাবের প্রথম বছরে চীন সরকার কার্যকর প্রশাসনের মাধ্যমে ভাইরাস ছড়ানোর চেইন রোধ করতে এবং জনগণের স্বাভাবিক জীবন নিশ্চিত করতে সক্ষম হয়েছে। নতুন চ্যালেঞ্জের মুখে চীন সরকার একই ধরনের নমনীয় এবং বাস্তববাদী চেতনা এবং দৃঢ়প্রতিজ্ঞায় প্রাণচঞ্চল অর্থনীতি ও সমাজ পুনরুদ্ধার করতে পারবে।

首页上一页123 3

Share this story on

Messenger Pinterest LinkedIn