বাংলা

বিশ্বের জন্য নিরাপত্তা প্রস্তাব কেন দরকার?

CMGPublished: 2022-10-31 16:03:34
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বিশ্বের জন্য নিরাপত্তা প্রস্তাব কেন দরকার? এ বিষয়ে আলোচনার আগে আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই যে, আপনারা কেমন নিরাপদ বোধ করেন? আপনাদের উত্তর কি হবে- তা জানি না। তবে আমার মনে হয়, সারা বিশ্বে নিরাপত্তা দিন দিন কমে যাচ্ছে। যুদ্ধ, সন্ত্রাসী হামলা এবং সংঘাত আমাদেরকে অনিরাপদ করে তুলছে। রাশিয়া-ইউক্রেন সংঘাতের বিষয়টি বলার আর দরকার নেই, কারণ তা সবাই জানেন। মধ্য এশিয়ায় আর্মেনিয়া-আজারবাইজান গত বছর যুদ্ধবিরতি স্বাক্ষর করেছে। সম্প্রতি দু’দেশের মধ্যে আবারও যুদ্ধ শুরুর শঙ্কা দেখা দিয়েছে। আফ্রিকার ইথিওপিয়ার অভ্যন্তরীণ যুদ্ধ, লিবিয়ার বিশৃঙ্খল পরিস্থিতি, মধ্য প্রাচ্যের সিরিয়া ও ইয়েমেনের যুদ্ধ, বলকান অঞ্চলের সার্বিয়া ও কসভোর মধ্যে সংঘাত চলছে।

রাশিয়া-ইউক্রেন সংঘাতে ব্যাপক ক্ষতি

জাতিসংঘ উন্নয়ন পরিকল্পনা সদরদপ্তর গত ফেব্রুয়ারি ও সেপ্টেম্বরে পৃথক ‘পৃথিবীর সর্বশেষ ইতিহাসের প্রেক্ষাপটে মানব জাতির নিরাপত্তার নতুন হুমকি’ এবং ‘২০২১-২০২২ সালে মানব জাতির উন্নয়ন প্রতিবেদন’ প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, মানব জাতির নিরাপত্তা বোধ ইতিহাসে সর্বনিম্নে নেমেছে। করোনা মহামারির আগে থেকেই বিশ্বে সাত জনের মধ্যে ৬ জন নিরাপত্তাহীন বোধ করে আসছে। মহামারি সে ভয়টা আরও বাড়িয়ে দিয়েছে। ভয়, ভূ-রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি এবং ভয়াবহ জলবায়ু পরিবর্তনসহ নানা হুমকির মিশ্রণে কয়েক দশক ধরে উন্নয়নের সাফল্য ম্লান হয়ে আসছে। টেকসই উন্নয়ন বাস্তবায়নের অগ্রযাত্রার পথ থেকে ছিটকে পড়েছে বিশ্ব। তাতে মানব জাতির নিরাপত্তাহীনতার বোধ বৃদ্ধি পাবে।

বিভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে বিশ্বের জনগণ একটি নিরাপদ বিশ্ব গঠনের প্রত্যাশা করছে। এমন প্রেক্ষাপটে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং’র উত্থাপিত বিশ্ব নিরাপত্তা প্রস্তাব বাস্তবায়ন করা খুব জরুরি ও প্রয়োজন। বিশ্ব নিরাপত্তা প্রস্তাব আন্তর্জাতিক সমাজের বিশ্ব শান্তি রক্ষা এবং অভিন্ন উন্নয়ন সাধনের আশাআকাঙ্খার প্রতিফলন, যা বিভিন্ন দেশের জন্য একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নত বিশ্ব গঠনে নির্দেশনা দিয়েছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn