বাংলা

চ্যালেঞ্জ মোকাবিলায় মেধা, অভিজ্ঞতা প্রদান করেছে শাংহাই সহযোগিতা সংস্থা

CMGPublished: 2022-09-19 18:03:29
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নিরাপত্তায় উন্নয়ন রক্ষা এবং উন্নয়নে নিরাপত্তা বেগবান হয়। অনেকে প্রেসিডেন্ট সি চিন পিং’র ভাষণের প্রশংসা করেন এবং চীনের এ দুটি প্রস্তাব সমর্থন এবং দুটি প্রস্তাব বাস্তবায়নে একমত হয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শেরিফ বলেন, চীন শাংহাই সহযোগিতা সংস্থাসহ বেশ কয়েকটি সহযোগিতার খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাকিস্তান প্রেসিডেন্ট সি চিন পিং’র উত্থাপিত বিশ্ব নিরাপত্তা প্রস্তাবে একমত।

দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা মন্ত্রণালয়ের এশিয়া ও ব্রিক্স বিষয়ক বিশেষ দূত আনিল শুকলাল বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং’র ভাষণ সুদূরপ্রসারী, যা আন্তর্জাতিক সমাজের স্বার্থের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। তাঁর ভাষণে বিশ্ব নিরাপত্তা রক্ষা ও বহুপক্ষবাদের বিষয়ে অবিচল থাকা জোরালো হয়েছে। মানব জাতির জন্য আরও সহনশীল ও সুন্দর বিশ্ব গড়ে তুলতে তিনি বিশ্ব নিরাপত্তা প্রস্তাব ও বিশ্ব উন্নয়ন প্রস্তাব উত্থাপন করেছেন।

সাম্প্রতিক বছরগুলোতে অধিক থেকে অধিকতর দেশ শাংহাই সহযোগিতা সংস্থায় যোগ দেওয়ার জন্য আবেদন করেছে। তাতে সংস্থাটির চেতনা ও উজ্জ্বল ভবিষ্যতে সকলের মতৈক্য প্রতিফলিত হয়েছে। এখনো করোনা মহামারির অবসান হয়নি। কিছু অঞ্চলে সামরিক সংঘাত চলছে। ঠিক যেন প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, মানব জাতি উন্নয়নের ক্ষেত্রে প্রকৃতির মতো রৌদ্রজ্জ্বল দিনের পাশাপাশি বাতাস ও তুষারময় দিনগুলোর সম্মুখীন হতে পারে। শাংহাই সহযোগিতা সংস্থা চ্যালেঞ্জ মোকাবিলার জন্য অভিজ্ঞতা ও মেধা প্রদান করেছে। শাংহাই চেতনায় সামনে এগিয়ে গেলে গন্তব্য-স্থল দূর হলেও অবশেষে পৌঁছা যাবে।

রুবি/এনাম

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn