বাংলা

চ্যালেঞ্জ মোকাবিলায় মেধা, অভিজ্ঞতা প্রদান করেছে শাংহাই সহযোগিতা সংস্থা

CMGPublished: 2022-09-19 18:03:29
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সেপ্টেম্বর ১৯: গত ১৬ সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং উজবেকিস্তানে শাংহাই সহযোগিতা সংস্থার ২২তম শীর্ষসম্মেলনে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি শাংহাই সহযোগিতা সংস্থার সম্প্রসারণের পাঁচটি অভিজ্ঞতা সারসংক্ষেপ করেছেন। একই সঙ্গে এ সংস্থার ভবিষ্যৎ উন্নয়নে পাঁচটি প্রস্তাব উত্থাপন করেছেন সি চিন পিং।

পাঁচটি অভিজ্ঞতা হচ্ছে: পারস্পরিক রাজনৈতিক আস্থায় অটল, পারস্পরিক কল্যাণকর সহযোগিতা অটল, সমতা-সম্পন্ন সহাবস্থানে অটল, উন্মুক্তকরণ ও সহনশীলতায় অটল এবং সমতা ও ন্যায্যতায় অটল থাকা।

আর পাঁচটি প্রস্তাব হচ্ছে: পারস্পরিক সমর্থন জোরদার করা। নিরাপত্তামূলক সহযোগিতা সম্প্রসারণ করা। বাস্তব সহযোগিতা গভীরতর করা, সাংস্কৃতিক আদান-প্রদান জোরদার করা এবং বহুপক্ষবাদে অবিচল থাকা।

তাঁর ভাষণের মধ্যে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ শব্দ--নিরাপত্তা ও উন্নয়ন। গত দু’বছরে চীন পৃথকভাবে বিশ্ব উন্নয়ন প্রস্তাব ও বিশ্ব নিরাপত্তা প্রস্তাব উত্থাপন করেছে। এ শীর্ষসম্মেলনে প্রেসিডেন্ট সি চিন পিং দুটি প্রস্তাব গভীরভাবে ব্যাখ্যা করেছেন। যেমন: নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, বাইরের শক্তির ‘রঙিন বিপ্লব’ প্রতিরোধ করতে হবে। যে কোনো অজুহাতে অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের বিরোধিতা করতে হবে এবং যৌথভাবে সন্ত্রাস দমনের মহড়ার আয়োজন করতে হবে।

উন্নয়ন প্রসঙ্গে সি চিন পিং বলেছেন, চীন বিশ্ব উন্নয়ন প্রস্তাব উত্থাপন করেছে, কারণ আন্তর্জাতিক সমাজে উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হবে বলে চীন আশা করে। তাতে কিছু বিস্তারিত প্রস্তাব উত্থাপন করেছেন সি চিন পিং। যেমন: নিজের মুদ্রায় আন্তঃদেশীয় ক্লিয়ারিং হিসাব করার ব্যবস্থা গঠন জোরদার এবং এ সংস্থার উন্নয়ন ব্যাংক গঠন ইত্যাদি।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn