বাংলা

সিপিসি’র স্থায়ী কমিটির বৈঠক ও চীনা অর্থনীতি

cmgPublished: 2022-08-03 16:49:06
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই আজকের টপিক আসরে; আমি মুক্তা। সম্প্রতি চীনা কমিউনিস্ট পার্টি’র কেন্দ্রীয় পলিট ব্যুরোর আয়োজিত সম্মেলনে এ বছরের দ্বিতীয়ার্ধের অর্থনৈতিক কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। সম্মেলনে কয়েকটি বিষয় তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে: সামষ্টিক অর্থনৈতিক নীতিমালাকে চাহিদা বাড়াতে সক্রিয় ভূমিকা রাখতে হবে; রিয়েল এস্টেট বাজার স্থিতিশীল করতে ও মানুষের জীবিকা স্থিতিশীল করতে হবে; সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং বিদেশী প্রতিষ্ঠানের বিনিয়োগ প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে হবে; ইত্যাদি।

চলতি বছর চীনা অর্থনীতিতে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে ৫.৫ শতাংশ। তবে, নতুন দফা কোভিড-১৯ মহামারীর নেতিবাচক প্রভাবে, চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনা অর্থনীতির প্রবৃদ্ধি ছিল ৪.৮ শতাংশ এবং প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা বছরের প্রথমার্ধে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ২.৫ শতাংশ। যদি চলতি বছরের পূর্বনির্ধারিত ৫.৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হয়, তবে চীনকে বছরের দ্বিতীয়ার্ধে অন্তত ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হবে। এটি অবশ্যই সহজসাধ্য নয়। সেজন্য এবারের সম্মেলনে "অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রত্যাশিত লক্ষ্য অর্জনের জন্য প্রচেষ্টা" কথাগুলো প্রতিস্থাপন করা হয়েছে "অর্থনীতিকে একটি যুক্তিসঙ্গত পরিসরের মধ্যে পরিচালনা এবং সর্বোত্তম ফলাফল অর্জনের জন্য প্রচেষ্টা করা" কথাগুলো দিয়ে। বলা হয়েছে: বছরের দ্বিতীয়ার্ধে আমাদের উন্নয়নের জন্য যথাসাধ্য চেষ্টা করা উচিত এবং সারা বছরজুড়ে তুলনামূলকভাবে উচ্চ প্রবৃদ্ধির হার অর্জনের প্রচেষ্টা করা উচিত। এ ছাড়া, কঠোরভাবে কোভিড-১৯ মহামারী প্রতিরোধমূলক ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে, যাতে অর্থনীতি ও সমাজের উন্নয়ন নিশ্চিত করা যায়।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn