বাংলা

আজকের টপিক: কুয়াংতুং-হংকং-ম্যাকাও গ্রেটার বে গড়ে উঠছে দৃঢ়ভাবে

CMGPublished: 2022-06-22 15:47:45
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

জুন ২২: ‘কুয়াংতুং-হংকং-ম্যাকাও গ্রেটার বে’-র নির্মাণকাজ হচ্ছে চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি’র) সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নিজের প্রস্তাবিত, পরিকল্পিত ও এগিয়ে নেওয়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় কার্যক্রম। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে “কুয়াংতুং-হংকং-ম্যাকাও গ্রেটার বে’র উন্নয়নসংক্রান্ত কার্যক্রম” আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। তাতে প্রাণবন্ত ও আন্তর্জাতিক প্রতিযোগিতার ক্ষমতাসম্পন্ন বিশ্বমানের উপসাগরীয় এলাকা এবং বিশ্বমানের শহর ক্লাস্টার গড়ে তোলার প্রস্তাব করা হয়। গত তিন বছরে, এই অঞ্চলের বহুমুখী শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, এখানকার অভ্যন্তরীণ সহযোগিতা গভীরতর হয়েছে, এবং একটি বিশ্বমানের উপসাগরীয় অঞ্চল ও একটি বিশ্বমানের শহর ক্লাস্টার কাঠামো গঠনের কাজ অনেকদূর এগিয়েছে।

হংকংয়ের তরুণ নারী উদ্যোক্তা ছেন শেং। চীনের শেনচেনের ‘ছিয়ান হাই’-এ তার নিজের কোম্পানি আছে। ২০১৮ সালের ২৪ অক্টোবর চীনা প্রেসিডেন্ট সি ‘ছিয়ান হাই’ পরিদর্শনের সময় ছেন শেংসহ কয়েকজন তরুণ-তরুণী উদ্যোক্তার সঙ্গে কথা বলেন ও তাদের স্বপ্নের কথা শোনেন। ছেন শেং বলেন,

“সাধারণ সম্পাদক চলে যেতে যেতে আবার ঘুরে দাঁড়ান এবং ফিরে এসে আমাদের বলেন, ‘তরুণরা দেশের ভবিষ্যৎ’। আমি মনে করি তাঁর এ মন্তব্য আমাদের জন্য বড় উত্সাহের ব্যাপার। আমি শেনজেনে এসেছি প্রায় ৪ বছর হয়ে গেছে। এখানকার অনুকূল নীতিমালা আমাদের কর্মজীবন বিকাশে ইতিবাচক প্রভাব ফেলেছে। আশা করি, ভবিষ্যতে যারা আমাদের মতো মূল ভূভাগে ব্যবসা করতে চান, তাঁদের জন্য আমার গত কয়েক বছরের অভিজ্ঞতা তুলে ধরতে পারবো।”

কুয়াংতুং-হংকং-ম্যাকাও গ্রেটার বে হচ্ছে হংকং ও ম্যাকাও এই দুটো বিশেষ প্রশাসনিক অঞ্চল এবং কুয়াংতুং প্রদেশের পার্ল রিভার ডেল্টার নয়টি শহরকে নিয়ে গঠিত। এর মোট আয়তন ৫৬ হাজার বর্গকিলোমিটার, জনসংখ্যা ৮ কোটিরও বেশি। চীনা প্রেসিডেন্ট সি’কে কেন্দ্র করে সিপিসি’র কেন্দ্রীয় কমিটির দৃঢ় নেতৃত্বে কুয়াংতুং-হংকং-ম্যাকাও গ্রেটার বে ইতোমধ্যেই চীনের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এলাকায় পরিণত হয়েছে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn