বাংলা

বিগত ১০ বছরে চীনের বৃত্তিমূলক শিক্ষার কাঠামোগত পরিবর্তন

CMGPublished: 2022-05-31 15:38:35
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সম্প্রতিচীনেরশিক্ষামন্ত্রণালয়আয়োজিতএকসাংবাদিকসম্মেলনে,বৃত্তিমূলকশিক্ষাওপ্রাপ্তবয়স্কশিক্ষাবিভাগেরপরিচালকচেনজিচি(陈子季)বলেছেন,বিগত১০বছরেরদিকেফিরেতাকালেদেখাযাবে,বৃত্তিমূলকশিক্ষাসক্রিয়ভাবেঅর্থনৈতিকওসামাজিকউন্নয়নে,উৎপাদনওশিক্ষারএকীকরণে,বৃত্তিমূলকশিক্ষাওসাধারণশিক্ষারএকীভূতকরণে,বিভিন্নস্তরেবৃত্তিমূলকশিক্ষারকার্যকরীএকীকরণে,বৃত্তিমূলকস্কুল-শিক্ষাওবৃত্তিমূলকপ্রশিক্ষণেরওপরসমানজোরদেওয়ারক্ষেত্রে,জনগণকেজীবনব্যাপীশিক্ষাসেবাদেওয়ারক্ষেত্রে,এবংউন্মুক্তকরণেরমানসম্প্রসারণকরারক্ষেত্রেউল্লেখযোগ্যঅগ্রগতিসাধিতহয়েছে।

বিভিন্ন জরিপের ফলও এই তথ্যকে সমর্থন করে। আধুনিক উত্পাদন শিল্পে, কৌশলগত উদীয়মান শিল্পে, এবং আধুনিক পরিষেবা শিল্পের ক্ষেত্রে, ৭০ শতাংশেরও বেশি নতুন ফ্রন্ট-লাইন কর্মী এসেছে বৃত্তিমূলক স্কুল থেকে।

"বৃত্তিমূলকশিক্ষারমর্যাদা,মূল্যএবংসামাজিকস্বীকৃতিক্রমাগতবাড়ছে।"ন্যাশনালএকাডেমিঅফএডুকেশনঅ্যাডমিনিস্ট্রেশনেরভোকেশনালএডুকেশনরিসার্চসেন্টারেরপরিচালকসিংহুই(邢晖)বলেন,বিগত১০বছরেরউন্নয়নেরপর,বৃত্তিমূলকশিক্ষায়নতুনবৈশিষ্ট্যদেখাযাচ্ছে।যেমন,আরওবৈচিত্র্যময়,আরওসামাঞ্জস্যপূর্ণ,এবংআরওউচ্চমানেরহয়েছেবৃত্তিমূলকশিক্ষা।

বৃত্তিমূলকস্কুলেরগ্র্যাজুয়েটদেরজন্যবিশ্ববিদ্যালয়েরসাধারণশিক্ষার্থীদেরশিক্ষকহওয়ারসুযোগঅনেকআগেইসৃষ্টিহয়েছে।শিংশিয়াওইং(邢小颖)শানসিভোকেশনালঅ্যান্ডটেকনিক্যালকলেজঅফইন্ডাস্ট্রিথেকেগ্রাজুয়েটহয়েছেন।তাকে২০১৪সালেছিংহুয়াবিশ্ববিদ্যালয়েরবেসিকইন্ডাস্ট্রিয়ালট্রেনিংসেন্টারেশিক্ষার্থীদেরব্যবহারিককোর্সশেখানোরজন্যসুপারিশকরাহয়েছিল।তিনিএখনগর্বিতকণ্ঠেবলতেপারেন:"মাঝেমাঝেছাত্ররাআমাকেজিজ্ঞাসাকরেযে,আমিছিংহুয়াথেকেস্নাতকহয়েছিকিনা?আমিশান্তভাবেতাদেরবলিযে,আমিএকটিউচ্চবৃত্তিমূলকস্কুলথেকেস্নাতকহয়েছি।"

গত ১০ বছরে চীনের বৃত্তিমূলক শিক্ষার ব্যাপক অগ্রগতির কারণ শুধু এ নয় যে, নতুন যুগে চীনের অর্থনীতি ও সমাজের ঐতিহাসিক পরিবর্তন এবং ঐতিহাসিক সাফল্য বৃত্তিমূলক শিক্ষার বিকাশের জন্য বিশাল চাহিদা এবং দৃঢ় শর্ত প্রদান করেছে; চীন আসলে সর্বদা বৃত্তিমূলক শিক্ষার ওপর অধিক গুরুত্বারোপ করে আসছে। চীনে বৃত্তিমূলক শিক্ষাকে অর্থনৈতিক, সামাজিক এবং ব্যক্তিগত উন্নয়নের জন্য একটি ব্যাপক শিক্ষাব্যবস্থা হিসেবে গণ্য করা হয়। চীনে বৃত্তিমূলক শিক্ষা সাধারণ শিক্ষার মতোই সমান গুরুত্বপূর্ণ। আর এটাই মূলত চীনের বৃত্তিমূলক শিক্ষার উন্নয়নের চাবিকাঠি।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn