‘চীনের সঙ্গে সুসম্পর্কের ধারা অব্যাহত থাকবে’
নভেম্বর ২৩, সিএমজি বাংলা, ঢাকা: সরকার পরিবর্তন হলেও বাংলাদেশ ও চীনের সঙ্গে সুসম্পর্কের ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শুক্রবার রাতে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে চীনা দূতাবাস আয়োজিত ‘চাইনিজ কালচার নাইট’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ কথা বলেন তিনি।