‘বেইজিংয়ের ভালোবাসা’
বন্ধুরা, আপনারা শুনছিলেন সিয়াও খ্য’র কন্ঠে ‘দিনগুলো’ শীর্ষক গান। আমরা বলেছি, সিয়াও খ্য টিভি নাটক 'অনন্ত মুহূর্ত'-এর মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন। ২০১৩ সালে এ নাটকের নামেই একটি চলচ্চিত্র মুক্তি পায় এবং সিয়াও খ্য আবারও এ চলচ্চিত্রের জন্য সংগীত রচনা করেন। 'কারণ ভালোবাসা' নামের এ গানটি ২০১৪ সালে চীনে সবচেয়ে জনপ্রিয় একটি দ্বৈতকণ্ঠে গাওয়া গান।
বন্ধুরা, যদিও সিয়াও খ্য চলচ্চিত্রের জন্য অনেক গান রচনা করেছেন তবে একটি গান বেশ জনপ্রিয়, যেমন, 'টেকসই সুখ'। আসলে এ গানটি চলচ্চিত্র 'Better And Better'-এর জন্য লিখেছেন তিনি। তবে চলচ্চিত্রের জন্য লেখা এ গানটি মানুষের মনে গভীর ছাপ ফেলে। এখন আমরা চলচ্চিত্রের থিম সং ‘টেকসই সুখ’ শীর্ষক গান শুনবো।
এখন যে গানটি আমরা শুনব সেটি আমার প্রিয় একটি গান। ২০১৪ সালে প্রকাশিত চলচ্চিত্র 'বেইজিং প্রেমের গল্প'-এর প্রধান গান এটি। এখন সবাই উপভোগ করব চলচ্চিত্রের একই নামে এই গানটি।
বন্ধুরা, 'Go away Mr. tumour' নামের চলচ্চিত্রটি সুং তুন নামের একটি মেয়ের জীবনের সত্যি গল্পের ভিত্তিতে তৈরি করা। ক্যান্সারের রোগী সুং তুন জীবনের শেষ দিনের আশাবাদী ও দৃঢ় মনোভাব গল্পের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। সিয়াও খ্য এ চলচ্চিত্রের জন্য থিম সংগীত রচনা করেন। এখন আমরা শুনব 'দুঃখিত' নামের এ গানটি।
প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।