বাংলা

‘বেইজিংয়ের ভালোবাসা’

CMGPublished: 2024-11-18 11:13:29
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

বন্ধুরা, আপনারা এতোক্ষণ শুনছিলেন ‘বেইজিংয়ের ভালোবাসা’ শীর্ষক গান। আজকের অনুষ্ঠানে আপনাদের পরিচয় করিয়ে দেবো একজন কন্ঠশিল্পী ও গীতিকারের সাথে। তাঁর নাম খ্য চাও লেই। সাধারণত আমরা তাকে সিয়াও খ্য বলে ডাকি।

সিয়াও খ্য ১৯৭১ সালে বেইজিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি ১০ বছর বয়স থেকে পিয়ানো বাজানো শেখা শুরু করেন। তিনি ১৯৯০ সালে ক্যাপিটাল নরমাল বিশ্ববিদ্যালয়ের পিয়ানো বিভাগে ভর্তি হন। স্নাতক হওয়ার পর তিনি মাধ্যমিক বিদ্যালয়ে একজন সংগীত-শিক্ষক হিসেবে কাজ শুরু করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘কে?’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন সিয়াও খ্য’র কন্ঠে ‘কে?’ শীর্ষক গান। ১৯৯৫ সালে তিনি বেইজিংয়ে একটি সংগীত কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হন এবং একজন গায়ক ও গীতিকারে পরিণত হন। বন্ধুরা, এখন আমরা তার রচিত টিভি নাটক 'অনন্ত মুহূর্ত'-এ তার কণ্ঠে গাওয়া থিম সংগীতটি শুনবো। অনেকে এ টিভি নাটকের মাধ্যমে প্রথমবারের মতো সিয়াও খ্যর নাম শোনেন। তিনি এ টিভি নাটকের জন্য বিভিন্ন সংগীত রচনা করেন। তার লেখা এ নাটকের সব কয়টি সংগীতই চীনে বেশ জনপ্রিয় হয়। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘আলতো করে নিচে রাখো’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন সিয়াও খ্য’র কন্ঠে ‘আলতো করে নিচে রাখো’ শীর্ষক গান। এখন আমরা শুনব 'অনন্ত মুহূর্ত' নাটকের অন্য একটি গান। গানের নাম 'তোমার ভালোবাসার অপেক্ষায় আছি'। নাটকে ব্যবহার করা হয় গায়িকা চেন মিংয়ের গাওয়া গানটি। তবে এখন আমরা শুনব ২০০২ সালে সিয়াও খ্য নিজের গাওয়া এ গানটি। সিয়াও খ্য বেশকিছু বিখ্যাত টিভি নাটক ও চলচ্চিত্রের জন্য গান রচনা করেছেন। এখন যে গানটি আমরা শুনব, তার শিরোনাম 'দিনগুলো'। এটি 'চাং তা মিন’-এর ‘সুখী জীবন' নামের একটি টিভি নাটকের প্রধান গান। এ গানে সিয়াও খ্য বেইজিংয়ের এক সাধারণ নাগরিকের সাধারণ জীবনের কথা বর্ণনা করেছেন। শুনুন তাহলে গানটি।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn