‘চিয়েন চিয়া’
চলুন, আমরা গানটি শুনবোন।
বন্ধুরা, আপনারা শুনছিলেন চাও লেই’র কন্ঠে 'দক্ষিণাঞ্চলের মেয়ে' শীর্ষক গান। হাও ইউন বেইজিংয়ের একজন কন্ঠশিল্পী। ২০১৪ সালে চীনের কেন্দ্রীয় টেলিভিশন কেন্দ্রের চীনা বসন্ত উত্সব গালায় একটি গান গেয়ে বিখ্যাত হয়ে ওঠেন। তার গান রসাত্মক। কিন্তু তার 'পরবর্তী জীবনে দেখা হলে' শীর্ষক গানটিতে গভীর ভালোবাসা প্রকাশ পেয়েছে। গানের কথা প্রায় এমন: একসঙ্গে ছিলো, অবশেষে বিদায় গ্রহণ করলো, কিন্তু সে মেয়েকে আমি এখনও ভালোবাসি। পরবর্তী জীবনে তোমার সঙ্গে দেখা হলে, আমি দৃঢ়ভাবে তোমাকে আলিঙ্গন করবো। পরবর্তী জীবনে দেখা হলে আমার ভালোবাসা ভুলে যেও না। পরবর্তী জীবনে দেখা হলে, আমার চেহারা তোমার মনে থাকবে কি? চলুন, আমরা গানটি শুনবো।
প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।