‘চিয়েন চিয়া’
সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।
বন্ধুরা, আপনারা শুনছিলেন ‘চিয়েন চিয়া’ শীর্ষক গান। গায়ক লি চি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করার পর কোনো চাকরি পেলেন না। অনলাইন আড্ডায় তিনি এক মেয়েকে একটি গান শোনালেন। গান শুনে মেয়েটি আবেগতাড়িত হয়ে পড়লেন। কিছু সময় পর লি জি চেংচো থেকে নানচিংয়ে ফিরে গেলেন। তখন তাদের ভালোবাসা শেষ হলো। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘বেশি না’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, আপনারা শুনছিলেন লি চি’র কন্ঠে ‘বেশি না’ শীর্ষক গান। সেই মেয়েটির স্মরণে লি চি 'চেংচোয়ের স্মৃতি সম্পর্কে' শীর্ষক গানটি রচনা করেন। গানের কথা প্রায় এমন: চেংচো সম্পর্কে আমি বেশি জানি না, ভালোবাসার জন্য সেখানে গিয়েছি। প্রতিবার রেলগাড়িতে যখন এই শহর অতিক্রম করি, সেই মেয়েকে আমার মনে পড়ে। মেয়েটি বলেছে, চেংচো-র রোদ তার ভালো লাগে; সেখানকার গলি কয়লার গন্ধে ভরপুর। তোমাকে সবসময় আমার মনে পড়ে, কিন্তু সেই স্মৃতিতে অনুশোচনা ও কষ্ট আছে। তোমাকে সবসময় আমার মনে পড়ে, কিন্তু ভালোবাসা মানে কী আমি জানি না। চেংচো মাঝেমাঝে আমার মনে পড়ে, তোমার সুগন্ধ এখনও আমার স্মৃতিতে রয়েছে।
চলুন, আমরা গানটি শুনবো।
বন্ধুরা, আপনারা শুনছিলেন লি চি’র ‘চেংচোয়ের স্মৃতি সম্পর্কে’ শীর্ষক গান। 'দক্ষিণাঞ্চলের মেয়ে' নামের গানটি ২০১১ সালে প্রকাশিত হয়। চীনের তরুণ গায়ক চাও লেই এই গানটি রচনা করেন এবং নিজেই এতে কণ্ঠ দেন। ২৯ বছর বয়সেই প্রায় সারা চীন সফর করেন তিনি। তার প্রতিটি গান যেন এক একটি ছোট নাটক, তাতে তার জীবনের অভিজ্ঞতা বর্ণনা করা হয়েছে। 'দক্ষিণাঞ্চলের মেয়ে' নামের গানটির কথা এমন: উত্তরাঞ্চলের একটি গ্রামে দক্ষিণাঞ্চলের একটি মেয়ে বাস করে। সে মেয়েটি সবসময় ফুল স্কার্ট পরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে পছন্দ করে। সে বেশি কথা বলে না, যখন হাসে তার মুখ থাকে শান্ত; তার স্নেহের দৃষ্টিতে সবসময় থাকে দুঃখ।