স্যুই ওয়ে
২০০৪ সালে স্যুই ওয়ে তাঁর চতুর্থ মূল অ্যালবাম ‘প্রতিটি মুহূর্ত নতুন’ প্রকাশ করেন। তিনি সংগীতের মাধ্যমে অন্যদের সাথে যোগাযোগ করেন এবং নিজের পরিবর্তনকে নতুন সূচনা হিসেবে দেখেন। এটি ছিল তার সবেমাত্র সুস্থির হওয়া পরিস্থিতিতে সৃষ্টি করা অ্যালবাম। সে সময়ে স্যুই ওয়ে বই পড়তেন, চা খেতেন এবং ভ্রমণ করতেন। তিনি অ্যালবামটির মাধ্যমে শান্তিপূর্ণ জীবনের জন্য নিজ হৃদয়ের কাছে সমর্পিত হওয়ার কথা বলেন। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি অ্যালবামে রাখা ‘যাত্রা’ নামে গানটি আপনাদের শোনাচ্ছি। সঙ্গে সঙ্গে শোনাব, তাঁর ‘বর্তমানের চেয়ে জীবনের আরও অনেক কিছু আছে’ নামে গানটি।
গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদেরকে স্যুই ওয়ে’র ‘আমরা’ নামে গানটি শোনাব।