বাংলা

স্যুই ওয়ে

CMGPublished: 2024-10-30 09:57:45
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

স্যুই ওয়ে, ১৯৬৮ সালের ২১ জুলাই চীনের শায়ানসি প্রদেশের সি’আন শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূখণ্ডের একজন কণ্ঠশিল্পী, গীতিকার, ব্যবস্থাপক এবং সংগীতজ্ঞ।

১৯৮৪ সালে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়ার সময় স্যুই ওয়ে গিটার শিখতে শুরু করেন। ১৯৮৬ সালের এপ্রিলে তিনি সি’আন শহরের প্রথম গিটার গানের প্রতিযোগিতার যুগলে প্রথম স্থান পান। তারপর তিনি তাঁর জীবনে প্রথম গান সৃষ্টি করেন। ১৯৮৮ সালে রক সংগীতের সংস্পর্শে এসে অভিভূত হন এবং সংগীতজ্ঞ হবার সিদ্ধান্ত নেন। ১৯৯১ সালে তিনি ‘ডোন্ট ক্রাই বেবি’, ‘ভবঘুরে’ এবং ‘রূপকথার যুগ’সহ শতাধিক গান সৃষ্টি করে, বহুলপ্রজ স্থানীয় সংগীতজ্ঞে পরিণত হন।

১৯৯৩ সালের জুনে স্যুই ওয়ে সি’আনের সুদক্ষ সংগীতজ্ঞদের নিয়ে ফ্লাই’ নামে ব্যান্ড প্রতিষ্ঠা করেন। তিনি ব্যান্ডের প্রধান গায়ক ও রিদম গিটারিস্ট হন। ১৯৯৪ সালের আগস্ট বিভিন্ন কারণে ব্যান্ডটি ভেঙ্গে যায়। অক্টোবর মাসে তিনি বেইজিংয়ে এসে রেড স্টার প্রোডাকশন কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। ১৯৯৭ সালের এপ্রিল তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর প্রথম একক অ্যালবাম ‘অন্যত্র’ প্রকাশ করেন। কোন প্রচার ছাড়া অ্যালবামের বিক্রয় পরিমাণ ছিল ৫ লাখ। ২০০০ সালের নভেম্বরে তিনি দ্বিতীয় অ্যালবাম ‘সে বছর’ প্রকাশ করেন। অ্যালবামটিও কোন প্রচার ছাড়াই ১.৫ লাখ বিক্রি হয়। রক শৈলীর গান স্যুই ওয়ে’র উচ্চমানের গায়ন দক্ষতা এবং সৃজনশীল ক্ষমতা প্রদর্শন করে। আচ্ছা বন্ধুরা, অনেক কথার পর এখন অবশ্যই আমি স্যুই ওয়ে’র গান শোনাব আপনাদের।

২০০২ সালে স্যুই ওয়ে নতুন কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষর করে, একই বছরের ডিসেম্বরে তাঁর তৃতীয় অ্যালবাম ‘সময় • হাঁটা’ প্রকাশ করেন। অ্যালবামের সংগীত সংবেদনশীল, উষ্ণ, শ্রুতিমধুর ও পরিবর্তনে ভরপুর। অ্যালবামটি দিয়ে তিনি বেশ কয়েকটি পুরস্কার জেতেন। দু’বছরের সৃষ্টিতে তিনি প্রচুর উপাদান সঞ্চয় করেন। বেইজিং বা সি’আনের সড়কে অথবা একা একা শান্তিপূর্ণভাবে বাসায় বসেন। তিনি গিটার বাজাতে ও গান গাইতে থাকেন। তিনি গানগুলোতে বৌদ্ধ ধর্মের আবহ আনার চেষ্টা করেছেন। এমেই মাউন্ট তীর্থযাত্রা করার পর তিনি অ্যালবামটি সৃষ্টি করেন। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি অ্যালবামে রাখা ‘সময়’ নামে গানটি আপনাদের শোনাব, কেমন? সঙ্গে সঙ্গে শোনাব, তাঁর অন্য একটি গান ‘মুক্তির যাত্রা’।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn