ফান ওয়েছি
২০০৪ সালের ১ মে ফান ওয়েছি ‘প্রাথমিক স্বপ্ন’ নামে অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের শিরোনাম গানটি আসলে একটি জাপানিজ টিভি নাটকের থিমসং। গানটি এতো সুন্দর, ফান ফান সেটি কভার সংস্করণ করতে চান। সুতরাং গানের কপিরাইট পেয়ে তিনি গানটি পুনরায় গান। গানটিতে তাঁর আগের গানগুলোর মতো উষ্ণ ও ইতিবাচক শক্তি প্রকাশিত হয়। এটি আসলে একটি উত্সাহব্যঞ্জক পপ গান, সমৃদ্ধ বিষয়ের মাধ্যমে শ্রোতাদের জন্য ‘প্রত্যয়’-এর গুরুত্বপূর্ণ ভূমিকা ব্যাখ্যা করেছে। প্রত্যয়ে অবিচল থাকে, ধৈর্যশীলভাবে নিজের পথে চললে, ঝড়ো সাগর পাড়ি দিয়ে সাফল্যের অপর প্রান্তে পৌঁছাবে। আচ্ছা বন্ধুরা, এখন আমরা একসঙ্গে ‘প্রাথমিক স্বপ্ন’ গানটি শুনবো।
‘আমাদের বার্ষিকী’ হলো ফান ফানের ২০০৬ সালের ১ জুন প্রকাশিত ষষ্ঠ একক অ্যালবাম। এতে ‘এক গ্রীষ্মকালের মতো, এক শরত্কালের মতো’, ‘অর্ধেক আমি’ এবং অ্যালবামের শিরোনাম গানসহ মোট ১১টি গান অন্তর্ভুক্ত করা হয়। একজন মানুষের জীবনে অনেক নিজস্ব বার্ষিকী আছে। ফান ফান নিজের গানের মাধ্যমে অনুরাগীদের জীবনে প্রত্যেক স্মরণীয় বার্ষিকীর সঙ্গী হন। অ্যালবামে প্রধানত লোক গানের শৈলী রয়েছে। তিনি একজন দীর্ঘকালের গায়িকা হয়ে, সংগীত দিয়ে মানুষের চিন্তা ও অনুভবে অনুরণন সৃষ্টি করতে চান। তিনি অ্যালবামে রাখা গানের মাধ্যমে আধুনিক শহুরে নারীর অবাধ, আত্মবিশ্বাসী ও স্বাধীন জীবনের প্রত্যাশা করেন।
গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদেরকে ফান ওয়েছি’র অন্য আরেকটি গান শোনাবো। গানের নাম ‘দার্শনিক’।