‘ঘনিষ্ঠ প্রণয়ী’
২০১৩ সালে তিনি চীনের অন্য একটি বিখ্যাত সংগীত প্রতিযোগিতা ‘চীনা জাতীয় তরণ গায়ক’ প্রতিযোগিতায় অংশ নেন এবং আবারও চ্যাম্পিয়ন হন। তার সংগীতে দক্ষতা আরও বেশি মানুষের স্বীকার পাওয়ার পাশাপাশি ওয়াং সিও কিছু অ্যালবাম প্রকাশ করেন এবং জনপ্রিয় হন। ওয়াং সি তার গুরুগম্ভীর কণ্ঠে গান গেয়ে বাস (bass) গায়কের দৃষ্টান্তে পরিণত হন।বন্ধুরা, এখন অ্যালবামে ওয়াং সি’র একটি সুন্দর গান ‘ছোং ছিংয়ের বন্য গোলাপ’ শুনবো।
২০১৬ সালে ওয়াং সি চীনের জনপ্রিয় সংগীত অনুষ্ঠান ‘গায়কে’ অংশ নেন। অনুষ্ঠানটি চীনে উচ্চ মানের গান ও পেশাদার গায়কের শ্রেষ্ঠ পারফরমেন্সের জন্য বিখ্যাত। অনেক শক্তিশালী গায়কের মধ্যে ওয়াং সি তার চমত্কার পারফরমেন্স দিয়ে অনেকের মন জয় করেন। অনুষ্ঠানে তার গাওয়া বিখ্যাত স্প্যানিশ গান ‘Besame Mucho’ দর্শকদের মনে গভীর ছাপ ফেলে।বন্ধুরা, এখন এই এই সুন্দর গানটি শুনুন।
একজন পেশাদার গায়ক হিসেবে ওয়াং সি দর্শকদের অসংখ্য সুন্দর গান উপহার দিয়েছেন। তার কণ্ঠ সবসময় সুন্দরভাবে গানের শক্তি প্রকাশ করে এবং মানুষকে মুগ্ধ করে। বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা ওয়াং সি ও গায়ক কাও ইয়াংয়ের গাওয়া একটি সুন্দর গান ‘সে খুবই সুন্দর’ শুনবো। গানে একটি সুন্দর মেয়ের ভালোবাসার মন প্রকাশিত হয়। আশা করি আপনি তার কণ্ঠ ও গান পছন্দ করবেন।
বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে।