বাংলা

‘প্রিয় যাত্রী’

CMGPublished: 2024-10-08 09:41:05
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

বন্ধুরা, আপনারা শুনছিলেন ইয়াং ছেং লিন’র কন্ঠে ‘হাইপোক্সিয়া’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে কন্ঠশিল্পী তা চাং ওয়েই’র কন্ঠে গান শোনাবো। তিনি ছিলেন ফুল ব্যান্ডের প্রধান গায়ক। ব্যান্ডটি অনেক পুরস্কার পায়। তবে, ২০০৯ সালে ফুল ব্যান্ড প্রতিষ্ঠার ১০ম বছরে ব্যান্ডটি ভেঙে যায়। এরপর তা চাং ওয়েই একাই গান গাইতে থাকেন। পাশাপাশি, তিনি উপস্থাপনার কাজও করতে থাকেন এবং তার মজাদার স্টাইল অনেকেরই বেশ পছন্দ হয়। বন্ধুরা, এখন শুনুন তা চাং ওয়েই’র একটি জনপ্রিয় গান ‘কুল গাই’।

বন্ধুরা, আপনারা শুনছিলেন তা চাং ওয়েই’র কন্ঠে ‘কুল গাই’ শীর্ষক গান। বর্তমানে বিভিন্ন অনুষ্ঠানে তা চাং ওয়েই’র পারফরমেন্স দেখা যায়। তিনি মজাদার গান রচনা করে সবাইকে আনন্দ দিয়ে যাচ্ছেন। বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা শুনবো ২০১৫ সালে চীনের বসন্ত উত্সবের গালায় তার গাওয়া জনপ্রিয় একটি গান ‘দারুণ’। আশা করি তার গানগুলো আপনাদের ভালো লেগেছে।

প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn