বাংলা

‘প্রিয় যাত্রী’

CMGPublished: 2024-10-08 09:41:05
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন বেইজিং থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি আমি মুক্তা। সবাই ভালো আছেন তো? আশা করছি আপনারা সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন।

বন্ধুরা, আপনারা শুনছিলেন চৌ শেন’র কন্ঠে ‘একটি দ্বীপে অবতার তিমি’ শীর্ষক গান। বন্ধুরা, এখন শুনুন চৌ শেনের গান ‘প্রিয় যাত্রী’। গানের কথা এমন: এখানে বিদায় নেই, সমুদ্রের ট্রেন পৌঁছে যাচ্ছে, ভবিষ্যতের পথে, কেউ ফিরে আসে না। এটি বিদায়, পিছনের দিকে তাকিও না। সমুদ্রের ওপাশে, নিশ্চয়ই সবচেয়ে স্নেহময় স্বপ্ন আছে। ভালোবাসা মনকে মুগ্ধ করতে পারে।

চলুন, গানটি শুনবো আমরা।

বন্ধুরা, আপনারা শুনছিলেন চৌ শেন’র কন্ঠে গান। এখন আমি আপনাদেরকে চীনের হংকংয়ের কন্ঠশিল্পী লিউ দ্য হুয়া’র কন্ঠে গান শোনাবো। ১৯৯৩ সালে লিউ দ্য হুয়া হংকংয়ে ২০টি কনসার্ট আয়োজন করেন। নভেম্বর মাসে, লিউ দ্য হুয়ার ক্যান্টোনিজ ভাষার অ্যালবাম 'উত্তর হলো তুমি' প্রকাশিত হয়। ১৯৯৪ সালে তাঁর চীনা ভাষার অ্যালবাম 'ভালোবাসা ভুলে যাওয়ার পানি' রিলিজ হয়। এই অ্যালবামের থিম সং 'ভালোবাসা ভুলে যাওয়ার পানি' সেই বছর শ্রেষ্ঠ দশটি চীনা ভাষার গানের সোনালি পুরস্কার পায়। ১৯৯৪ সালের ২৫ নভেম্বর লিউ দ্য হুয়া'র অ্যালবাম 'স্বর্গের ইচ্ছা' বাজারে আসে। ১৯৯৫ সালে লিউ দ্য হুয়ার আরেকটি অ্যালবাম 'সত্যি চিরদিন' প্রকাশিত হয়। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘বোকা ছেলে’ শীর্ষক গান শোনাবো।

বন্ধুরা, আপনারা শুনছিলেন লিউ দ্য হুয়া’র কন্ঠে ‘বোকা ছেলে’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে চীনের তাইওয়ানের কন্ঠশিল্পী ইয়াং ছেং লিন’র কন্ঠে গান শোনাবো। ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে, ইয়াং ছেং লিনের দশম অ্যালবাম প্রকাশিত হয়। এই অ্যালবামের থিম সং তাইওয়ানের ২৮তম গোল্ডেন ম্যালোডি অ্যাওয়াডর্সের শ্রেষ্ঠ বার্ষিক গান হিসেবে মনোনোয়ন লাভ করে। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘হাইপোক্সিয়া’ শীর্ষক গান শোনাবো। গানটি ২০১১ সালে রিলিজ হয়। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn