বাংলা

বাতাস বইছে

CMGPublished: 2024-10-08 09:51:26
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুনবেন সঙ্গীতানুষ্ঠান ‘তোমার জন্য গান’। আর এ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি মুক্তা।

বন্ধুরা, আপনারা শুনছিলেন শন গিবসনের কন্ঠে ‘ইফ ইউ স্টে’ শীর্ষক গান। গানটি ‘রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল তারকা’ শীর্ষক চীনা গান থেকে গৃহীত। গানটি চীনের রক ব্যান্ড ‘থাওফাওজিহুয়া’-এর গান। ব্যান্ডটির নাম বাংলায় হবে ‘পালাবার কর্মসূচি’। গানটি ২০১১ সালে রিলিজ হয়। চীনের অনেক বিখ্যাত কন্ঠশিল্পী গানটি পুনরায় গেয়েছেন। গানটি এখনও খুবই জনপ্রিয়। এখন আমি আপনাদেরকে মার্কিন স্যাক্সোফোন-বাদক কেনি জের বাজানো 'জেসমিন ফুল' সুরটি শোনাবো। একজন মার্কিন শিল্পী হলেও, তার বাজানো কয়েকটি চীনা সুর চীনে বেশ জনপ্রিয়তা পেয়েছে। আশা করি, বন্ধুরা সংগীতটি পছন্দ করবেন।

বন্ধুরা, 'জেসমিন ফুল' চীনের বিখ্যাত একটি লোকসংগীত। এ গানটি চীনের অধীনে হংকংয়ের ফিরে আসার অনুষ্ঠান, এথেন্স অলিম্পিক গেমসের সমাপনী অনুষ্ঠান, বেইজিং অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠান, নানচিং যুব অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানসহ নানা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে পরিবেশিত হয়েছে। চীন ও বিশ্বমঞ্চে এ সুরটি বার বার প্রচারের কারণে তা ব্যাপক পরিচিতি পেয়েছে এবং চীনা সংস্কৃতির প্রতিনিধিত্বকারী উপাদানে পরিণত হয়েছে। এ সুরের বিশেষ মর্যাদা থাকায় একে চীনের 'দ্বিতীয় রাষ্ট্রীয় গান'-ও বলা হয়। এখন আমি আপনাদেরকে ডেনমার্কের কন্ঠশিল্পী মাইকেল লার্নস টু রকস্-এর ‘টেক মি টু ইয়োর হার্ট’ শীর্ষক গান শোনাবো।

বন্ধুরা আপনারা শুনছিলেন ডেনমার্কের মাইকেল লার্নস টু রকস্ –এর ‘টেক মি টু ইয়োর হার্ট’ শীর্ষক গান। এটি চীনের হংকংয়ের কন্ঠশিল্পী চাং স্যুয়ে ইয়ৌ’র কন্ঠের গান। গানটির আসল শিরোনাম ‘বিদায়ী চুম্বন’। গানটি ১৯৯৩ সালে রিলিজ হয়। বন্ধুরা, আমি একবার ভিডিও-র দোকানে ইংরেজিতে গাওয়া চীনের 'রূপকথা' শিরোনামের গান শুনেছি। গানটি আমাকে মুগ্ধ করে। আর তখন থেকেই এ গানটি আমার হৃদয়ে স্থান করে নেয়। এখন আমি আপনাদেরকে নিউজিল্যান্ডের কন্ঠশিল্পী লরেন্স লারসনের কণ্ঠে 'রূপকথা' শীর্ষক গান শোনাবো।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn