‘আমি এবং আমার মাতৃদেশ’
প্রিয় বন্ধুরা, এখন শুনুন ‘আমি এবং আমার মাতৃদেশ’ নামের একটি গান, জাতীয় দিবসের সময় এমন গান শুনে হৃদয় গর্বে ভরে ওঠে।
প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন ‘আমার মাতৃদেশ সবসময় তরুণ হোক’ নামে গানটি। গেয়েছেন চীনের বিখ্যাত এবং খুব মর্যাদাপূর্ণ কন্ঠশিল্পী লি কু ই। নিজের মাতৃদেশ সম্বন্ধে লোকজনের গভীর ভালোবাসা থাকে এবং সঙ্গীতের মাধ্যমে দেশের জন্য নিজের শুভকামনা প্রকাশ করতে পছন্দ করেন, তাহলে আমরা এখন ‘আমার মাতৃদেশ তরুন হোক’ নামে গানটি উপভোগ করি।
প্রিয় বন্ধুরা, এখন শুনুন আরেকটি সুন্দর গান; গানের নাম ‘স্বপ্নের পাখা’। গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী লিন চুন চিয়ে। গানের কথা এমন: বিদেশের পথেও দৃঢ় পদক্ষেপে সামনে যাই। তোমার স্বপ্ন লালন করবো আমরা। আমাদের ভালোবাসা হলো তোমার স্বপ্নের পাখা; সে পাখায় বজ্রপাত পার হবে তুমি।
প্রিয় শ্রোতাবন্ধুরা, সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এলাম। বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো আরেকটি সুন্দর গান, গানের নাম ‘আজ তোমার জন্মদিন’।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠানে চীনের জাতীয় দিবস উপলক্ষে কয়েকটি দেশপ্রেমী গান শুনালাম, আশা করি গানগুলো আপনাদের ভালো লেগেছে, আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, পরের আসরে আবারও কথা হবে।