‘আমি এবং আমার মাতৃদেশ’
প্রিয় বন্ধুরা, ১ অক্টোবর চীনের জাতীয় দিবস। এই দিন উদযাপনের জন্য চীনে সাত দিনের সরকারি ছুটি দেওয়া হয়। এ ছাড়া চীনের গীতিকাররাও সংগীত রচনার মাধ্যমে প্রিয় মাতৃভূমির প্রতি মনের ভালোবাসা তুলে ধরেন। আজকের অনুষ্ঠানে আপনাদের এমন কয়েকটি সুন্দর গান শোনাবো। আশা করি গানগুলো আপনাদের ভালো লাগবে।
প্রথমে শুনুন ‘বসন্তকালের গল্প’ নামের গানটি। বন্ধুরা, গানটি গেয়েছেন চীনের খুব বিখ্যাত কন্ঠশিল্পী তুং উন হুয়া
প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন আরেকটি দেশপ্রেমের গান; গানের নাম ‘কমিউনিস্ট পার্টি, আমার প্রিয় মা’। ঠিক চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে, নয়া চীন প্রতিষ্ঠিত হয়েছে, এবং ঠিক কমিউনিস্ট পার্টির নেতৃত্বে, চীনারা এখন সুখী জীবনের পথে এগিয়ে যাচ্ছে।
প্রিয় বন্ধুরা, এখন শুনুন আরেকটি সুন্দর গান, গানের নাম ‘লাল ফৌজকে দশ বার বিদায়’। গানটি গেয়েছে চীনের খুব জনপ্রিয় একটি ব্যান্ড দল ‘ফেংহুয়াংছুয়ানছি’। আর এই ব্যান্ডের নামের অর্থ, ‘ফিনিক্স লেজেন্ড’। বন্ধুরা, ‘লাল ফৌজ’ হলো গত শতাব্দীর ২০ ও ৩০ দশকে চীনের ‘ভূমি বিপ্লবের’ সময় চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন গণ-বাহিনীর নাম। আর চীনের গণ-মুক্তিফৌজ এই বাহিনীর ভিত্তিতেই গঠিত হয়েছে। এই গানটি জনগণের মনে চীনের লাল ফৌজের প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা তুলে ধরেছে।
প্রিয় বন্ধুরা, এখন শুনুন আরেকটি গান, গানের নাম ‘নান নি ওয়ান’। গানের কণ্ঠশিল্পী কুও হুং ইং। নান নি ওয়ান একটি জায়গার নাম, জায়গাটি চীনের শায়ানসি প্রদেশের ইয়ান’আন শহরে অবস্থিত। এখন নান নি ওয়ান চীনের খুব বিখ্যাত একটি দর্শনীয় স্থান। চীনের বিপ্লব ও মুক্তিযুদ্ধের সময় অর্থাত্ গত শতাব্দীর ৪০ দশকে, স্থানটি খুব অনুর্বর ছিল। তখন স্থানীয় জনগণ চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে এই অনুর্বর জায়গাকে স্বর্গের মতো সুন্দর একটি স্থানে পরিণত করে। গানে সে সময় জনগণের খুব পরিশ্রমে নান নি ওয়ান নির্মাণের প্রশংসা করা হয়েছে।