‘ব্লু বার্ড ফ্লাইং ফিশ’
২০১১ সালের ১৫ জুন সংগীতদলটি একটি মজার গান ‘ওয়াও’ প্রকাশ করে। একই বছরের ১৭ জুলাই তারা দ্বিতীয় ইপি প্রকাশ করেন। এতে ‘৮০’র দশক’ এবং ‘একাকী ঝড়বৃষ্টি’সহ চারটি গান অন্তর্ভুক্ত করা হয়। একই বছর দু’জন সংগীতদলের প্রথম অ্যালবাম ‘ওয়াও’ প্রকাশ করে। এতে ‘এক মিনিট এক সেকেন্ড’ এবং ‘যেতে দাও’সহ ৯টি গান রাখা হয়। তাহলে বন্ধুরা, এখন আমি এখান থেকে একটি গান বেছে আপনাদের শোনাব, কেমন? শুনুন তাহলে ‘একাকী ঝড়বৃষ্টি’ গানটি।
গানগুলো কেমন লেগেছে আপনাদের? নিশ্চয়ই ভাল লাগার কথা। প্রিয় শ্রোতা-বন্ধুরা, গান শুনতে শুনতে আমরা আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। তবে, অনুষ্ঠানের শেষে আমি আপনাদের ‘ব্লু বার্ড ফ্লাইং ফিশে’র আরেকটি গান শোনাতে চাচ্ছি। গানের নাম ‘৮০-এর দশক’। আশা করি, আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে।