বাংলা

‘ব্লু বার্ড ফ্লাইং ফিশ’

CMGPublished: 2024-09-30 15:05:32
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

‘ব্লু বার্ড ফ্লাইং ফিশ’ চীনের মূল-ভূভাগের একটি সংগীতদল। সংগীতদলটি চিয়াং ছিলিন এবং ওয়াং চিনজে দু’জনকে নিয়ে গঠিত।

বন্ধুরা, ‘ব্লু বার্ড ফ্লাইং ফিশে’র আরও কিছু গল্প আমি পরে আপনাদেরকে জানাব। তবে, আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের প্রথম গান হিসেবে আমি আপনাদের সংগীতদলটির একটি গান শোনাব, কেমন? গানের নাম ‘কাল ছিল তোমার জন্মদিন’। শুনুন তাহলে গানটি।

২০০৭ সালে চিয়াং ছিলিন ও ওয়াং চিনজে ছিংহাই টিভির’ একটি প্রতিভা প্রতিযোগিতায় অংশ নেন। চূড়ান্ত পর্যায়ে ওয়াং চিনজে এবং চিয়াং ছিলিন সারা দেশের ফাইনালে পরপর দ্বিতীয় ও তৃতীয় স্থান পেয়ে গোল্ড টাইফুন এন্টারটেইনমেন্ট লিমিটেডের সাথে চুক্তি স্বাক্ষর করেন। ২০০৯ সালের জানুয়ারিতে আড়াই বছরের প্রশিক্ষণ নেওয়ার পর দু’জনে মিলে পুরুষ গ্রুপ ‘ব্লু বার্ড ফ্লাইং ফিশ’ আনুষ্ঠানিকভাবে গঠন করেন। একই বছরের ১৫ এপ্রিল সংগীতদলটি প্রথম একক গান ‘অদ্ভুত মেয়ে’ প্রকাশ করেন। ২৭ এপ্রিল তারা প্রথম ইপি ‘এক’ প্রকাশ করেন। এতে মোট পাঁচটি গান অন্তর্ভুক্ত করা হয়। তাহলে বন্ধুরা, এখন আমি ‘ব্লু বার্ড ফ্লাইং ফিশে’র প্রথম একক গান ‘অদ্ভুত মেয়ে’ আপনাদের শোনাচ্ছি, কেমন? সঙ্গে সঙ্গে শোনাব তাদের প্রথম ইপি’তে রাখা একটি গান ‘হৃদয় ভাঙা’। শুনুন তাহলে গান দু’টি।

২০০৯ সালে চিয়াং ছিলিন এবং ওয়াং চিনজে প্রথমবারের মতো একটি যুব-প্রেমের চলচ্চিত্রে অভিনয় করেন। একই বছরের আগস্ট তারা কেএফসি তিন খেলোয়াড়ের বাস্কেটবল ম্যাচের জন্য ‘কিং টু কিং’ গানটি গান। একই বছরের সেপ্টেম্বর সংগীতদলটি পুনরায় তাইওয়ানের লোক গান ‘জাং সানের গান’ পরিবেশন করেন। গানটি তাইওয়ানের একটি টিভি নাটকের গান হিসেবে ব্যবহার করা হয়। তাহলে বন্ধুরা, এখন আমি আপনাদের ‘কিং টু কিং’ এবং ‘জাং সানের গান’- এই গান দু’টি শোনাচ্ছি। শুনুন তাহলে।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn