লিউ সিয়াওহুই
১৯৯৫ সালের ৫ সেপ্টেম্বর উইনি লাউ ‘আমাকে ভালোবাসার জন্য তোমাকে ধন্যবাদ’ নামে অ্যালবাম প্রকাশ করেন। এতে ‘ভালোবাসা সমুদ্রের মতো গভীর’ নামে একটি গান অন্তর্ভুক্ত করা হয়। গানটিতে একটি গভীর প্রেমের গল্প বলা হয়। এতে প্রেমের শুরু, উচ্চ জোয়ার ও শেষ, অতীতের স্মৃতিকাতরতা এবং ভবিষ্যতের প্রতি প্রত্যাশা রয়েছে। গানটির প্রাণবন্ত কথা ও সুরের মাধ্যমে প্রেমের প্রতি গভীর বোঝাপড়া এবং জীবনের প্রতি গভীর আত্মদর্শন প্রকাশিত হয়। শ্রোতারা গানটি শোনার সঙ্গে সঙ্গে প্রেমের সৌন্দর্য ও অনুশোচনা এবং ভবিষ্যতের প্রতি প্রত্যাশা ও আশা-আকাঙ্ক্ষা অনুভব করতে পারেন। আচ্ছা, তাহলে এখন অবশ্যই আমি গানটি আপনাদের শোনাবো। শুনুন তাহলে।
প্রিয় বন্ধুরা, কেমন লেগেছে গানটি? গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজকে ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদের লিউ সিয়াওহুই’র আরেকটি গান শোনাতে চাই। গানের নাম ‘কে এত ইচ্ছাকৃতভাবে শেষ পর্যন্ত ভুল করতে পারে’। আশা করি, আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে।