বাংলা

লিউ সিয়াওহুই

CMGPublished: 2024-09-27 10:40:15
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

লিউ সিয়াওহুই বা উইনি লাউ ১৯৭১ সালের ২৪ জুলাই চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হংকংয়ের একজন গায়িকা এবং অভিনেত্রী। চীনের কুয়াংতোং প্রদেশের তোংকুয়ান শহর তাঁর পূর্বপুরুষদের জন্মস্থান।

১৯৮৫ সালে ১৪ বছরের উইনি বিজ্ঞাপনের কারণে জনপ্রিয় হয়ে শোবিজ জগতে পা রাখেন। ১৯৯১ সালে তিনি রেকর্ডস কোম্পানি পলিগ্রামের সাথে চুক্তি স্বাক্ষর করে, প্রথম একক অ্যালবাম ‘ইন ইউর ড্রিমস’ প্রকাশ করেন। এর মধ্যে ‘প্রথম প্রেম’ গানটি তাঁর প্রতিনিধিত্বমূলক গানগুলোর অন্যতমে পরিণত হয়। উইনি তখনকার পলিগ্রামের জোর করে ধরে রাখা তারকা ছিলেন এবং পরপর পাঁচটি অ্যালবাম প্রকাশ করেছেন। বন্ধুরা, এখন আমি উইনি’র অন্য একটি অ্যালবাম ‘অন্য জগতের মতো লাগছে’-এর শিরোনাম গান আপনাদের শোনাচ্ছি, কেমন? শুনুন তাহলে গানটি।

১৯৯৩ সালে লিউ সিয়াওহুই পরপর বেশ কয়েকটি কমেডি সিনেমায় প্রধান চরিত্র হিসেবে অভিনয় করেন। একই বছর তিনি ‘আজ রাতে বিদায় বলতে চাই না’ এবং ‘দিনে আটচল্লিশ ঘণ্টা’ নামে দুটো অ্যালবাম প্রকাশ করেন। ‘দিনে আটচল্লিশ ঘণ্টা’ হলো একটি নির্বাচিত অ্যালবাম। উল্লেখযোগ্য বিষয় হলো ‘চিরন্তন হৃদয় ব্যাথা’ গানটি দু’টো অ্যালবামে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে বন্ধুরা, এখন আমি উইনি’র ‘চিরন্তন হৃদয় ব্যাথা’ গানটি আপনাদের শোনাচ্ছি, কেমন? শুনুন তাহলে।

১৯৯৪ সালে উইনি পলিগ্রামে তাঁর সর্বশেষ অ্যালবাম ‘পরিবর্তন’ প্রকাশ করেন। তারপর তিনি বিএমজি রেকর্ডস কোম্পানিতে যোগ দিয়ে হংকংয়ের সিডি-রম ব্যবহার করা প্রথম কণ্ঠশিল্পী। নতুন কোম্পানিতে যোগ দেওয়ার পর প্রথম অ্যালবাম ‘সংযুক্তি’ প্রকাশ করেন তিনি। ১৯৯৫ সালে তিনি তাঁর বিজিএম কোম্পানির দ্বিতীয় অ্যালবাম 'অপরাধী একাকিত্ব' প্রকাশ করার পাশাপাশি তাইওয়ান অঞ্চলের বাজারে প্রবেশ করে, ম্যান্ডারিন অ্যালবাম ‘তোমার ভালোবাসার জন্য ধন্যবাদ’ এবং ইপি ‘সর্বত্র প্রকাশিত’ প্রকাশ করেন। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি ‘পরিবর্তন’ অ্যালবাম থেকে একটি গান বেছে আপনাদের শোনাব, কেমন? গানের নাম ‘পাটিগণিতের চারটি নিয়ম’। সঙ্গে সঙ্গে শোনাব তাঁর ইপি’র শিরোনাম গান ‘সর্বত্র প্রকাশিত’। শুনুন তাহলে গান দু’টো।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn