নিং হুয়ানইয়ু
২০১৫ সালের ১৪ অক্টোবর নিং হুয়ানইয়ু তাঁর প্রথম একক অ্যালবাম ‘হৃদয় থেকে হৃদয়’ প্রকাশ করেন। এতে মোট ১০টি গান অন্তর্ভুক্ত করা হয়। ২০১৩ সালে জনপ্রিয় হয়ে উঠার পর তিনি তার সমস্ত শক্তি সংগীত সৃষ্টিতে নিয়োজিত করেন, এবং দু’বছরের সময় পর তিনি চূড়ান্ত অ্যালবামটি সম্পন্ন করেন। কয়েকশ’ দিনরাতের জমা এবং একের পর এক গবেষণা ও চেষ্টা, বহুবার সংশোধন ও রান-ইনের মধ্য দিয়ে তিনি অ্যালবামটি সম্পন্ন করেন। অ্যালবামে রাখা ‘ম্যান্ডারিন’ নামে গান তাঁর নিজের সত্যিকার গল্প থেকে তৈরি। যখন তিনি জন্মস্থান কুইচৌ থেকে ছেংতুতে গান শিখতে যান, তখন তিনি ম্যান্ডারিন বলতে পারতেন না। এ বিষয়টিতে তিনি বিব্রত বোধ করতেন। তিনি সহপাঠীদের সামনে নিজেকে বোকা বানাতে চাইতেন না, সুতরাং যখন সবাই খেতে যায়, তখন তিনি গান চর্চা করেন। বহু প্রচেষ্টার পর, তাঁর ম্যান্ডারিন আস্তে আস্তে ঠিক হয়ে যায় এবং সবার স্বীকৃতি পায়। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি নিং হুয়ানইয়ু’র ‘ম্যান্ডারিন’ নামে গানটি আপনাদেরকে শোনাচ্ছি, কেমন? শুনুন তাহলে।
‘তোমার জন্য আমাকে ভালোবাসো’ হলো ২০১৬ সালের একটি অনলাইন নাটকের থিমসং। নিং হুয়ানইয়ু এবং কণ্ঠশিল্পী লিউ সিচুন এক সাথে গান করেন। কিন্তু নাটকে করুণ জীবনের নায়কের জন্য আবারও গানটিতে কণ্ঠ দেন তিনি। তবে, তিনি এবার আগের গাওয়া পদ্ধতি অতিক্রম করে, রিকর্ডিংয়ের সময় মনোভাব ও গাওয়া কৌশল, যাই হোক না কেন, তাঁর নিজের হৃদয়ের গভীর থেকে গেয়েছেন গানটি। আচ্ছা, তাহলে এখন আমি আপনাদের সঙ্গে ‘তোমার জন্য আমাকে ভালোবাসো’, গানটি শুনি। কেনম?
বন্ধুরা, গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষে আমি নিং হুয়ানইয়ু’র আরেকটি গান আপনাদেরকে শোনাবো। গানের নাম ‘জেলাস’। গানটি ছিল ২০১৭ সালের ২৪ জুলাই তাঁর একক ইপি ‘পঞ্চম সাহেবে’র প্রথম প্রধান গান। আশা করি, আজকের গানগুলো আপনাদের ভালো লেগেছে।