বাংলা

নিং হুয়ানইয়ু

CMGPublished: 2024-09-19 10:33:39
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

নিং হুয়ানইয়ু ১৯৯৩ সালের ১১ সেপ্টেম্বরে চীনের কুইচৌ প্রদেশের থোং রেন শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূখণ্ডের একজন গায়ক, প্রযোজক এবং টিভি ও চলচ্চিত্র অভিনেতা। তিনি সিছুয়ান কনজারভেটরি অফ মিউজিকের স্নাতক।

বন্ধুরা, নিং হুয়ানইয়ু সম্পর্কে পরে আরও তথ্য জানাবো আপনাদেরকে। এখন আমি আপনাদের তাঁর একটি গান শোনাতে চাই। গানের নাম ‘বেবি আই লাভ ইউ’। শুনুন তাহলে গানটি।

বন্ধুরা, শুনছিলেন নিং হুয়ানইয়ু’র ‘বেবি আই লাভ ইউ’ গানটি।

ছোটবেলা থেকে নিং হুয়ানইয়ু ক্লাসিক্যাল পিয়েনো শিখতে শুরু করেন এবং এতে দশ স্তরের পরীক্ষা পাস করেন। ২০১২ সালে তিনি জাতীয় পর্যায়ে প্রথম স্থান নিয়ে সিছুয়ান কনজারভেটরি অফ মিউজিকে প্রবেশ করেন। সে বছর তিনি বন্ধুর সাথে নিজের স্টুডিও প্রতিষ্ঠা করেন এবং বেশ কয়েকটি ভিন্ন শৈলীর মূল সংগীত প্রকাশ করেন। ২০১৩ সালে তিনি হুনান টিভি’র একটি প্রতিভা অনুষ্ঠানে অংশ নিয়ে সারা দেশের ফাইনালে চতুর্থ স্থান পান। একই বছরের সেপ্টেম্বরে তিনি একক গান ‘যদি গভীরভাবে ভালোবাসো’ প্রকাশ করেন। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি গানটি আপনাদেরকে শোনাবো, কেমন? শুনুন তাহলে।

২০১৫ সালের ২২ এপ্রিল নিং হুয়ানইয়ু ‘তুমি কি মনে করো আমি তার জন্য যথেষ্ট ভাল?’ নামে একক গান প্রকাশ করেন। এটি একটি জ্যাজ শৈলীর গান এবং তাঁর প্রথম একক সৃষ্ট অ্যালবামের ওয়ার্ম আপ গান। গানটি ব্যঙ্গাত্মক সুরে ছেলেদেরকে কোনো মেয়েকে পছন্দ করার কথা প্রকাশ করার সাহস দেয়। গানের মাধ্যমে নিং হুয়ানইয়ু আশা প্রকাশ করেন যে, ছেলেরা প্রেমাস্পদের সাথে দেখা করার সময় ভালোবাসার কথা নির্ভয়ে বলবে। এ গানের সুর হাল্কা এবং লিরিক্স হাস্যরসাত্মক। নিং হুয়ানইয়ু’র বৈশিষ্ট্যময় পরিবেশনার মাধ্যমে এ হাস্যরস শ্রোতাদের মাঝে সঞ্চারিত হয়। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি অবশ্যই ‘তুমি কি মনে করো আমি তার জন্য যথেষ্ট ভাল?’ গানটি আপনাদের শোনাই। শুনুন তাহলে গানটি।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn