প্রিয় পথিক
বন্ধুরা, শুনছিলেন ‘সু বাঁধে বসন্তের ভোর’ শীর্ষ গান। এখন আমি আপনাদেরকে ‘বছরের প্রথম দিন’ শীর্ষক গান শোনাবো। গানের কথাগুলো চীনের সুপরিচিত একটি কবিতা থেকে নেওয়া হয়েছে। কবিতায় প্রাচীন চীনে বসন্ত উত্সব পালনের দৃশ্য বর্ণিত হয়েছে। কবিতায় বলা হয়েছে: “আতশবাজির শব্দের মধ্যেই পুরনো বছর কেটে গেল/ বসন্তের উষ্ণ হাওয়া বয়ে আনে নতুন বছর/ মানুষ মনের আনন্দে সদ্যতৈরি থুসু ওয়াইন পান করে/ উদীয়মান সূর্য হাজার হাজার পরিবারের মাথার উপর জ্বলজ্বল করে/ পুরানো পীচ তাবিজ ফেলে দিয়ে নতুন একটা পরিধান করার সময় এখন।“ চীনাদের জন্য বসন্ত উত্সব বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্সব। সময়ের সাথে সাথে বসন্ত উত্সব উদযাপনের রীতিনীতিও অনেক বদলে গেছে। তো, চীনের বসন্ত উত্সব বা চীনা নববর্ষ উদযাপন সম্পর্কে আপনি কী জানেন?
বন্ধুরা, শুনছিলেন কয়েকটি চীনের প্রাচীন সংগীত। এখন আমি আপনাদেরকে চীনের বিখ্যাত প্রাচীন শৈলীর কন্ঠশিল্পী চৌ শেনের পরিচয় দেবো। তিনি ১৯৯২ সালের ২৯ সেপ্টেম্বর চীনের হু নান প্রদেশের সাও ইয়াং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন পুরুষ কণ্ঠশিল্পী, ২০১৬ সালের জুন মাসে ইউক্রেনের লিভোভ ন্যাশনাল মিউজিক একাডেমি থেকে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘বাতাস উঠেছে’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন চৌ শেন’র কন্ঠে ‘বাতাস উঠেছে’ শীর্ষক গান। ২০১৪ সালে চৌ শেন চীনের চ্য চিয়ান টেলিভিশনের ‘ভয়েস অব চায়নাতে’ অংশ নেন। ২০১৫ সালের আগস্ট মাসে তাঁর একক গান ‘গোলাপ ও হরিণ’ প্রকাশিত হয়। ২০১৭ সালের নভেম্বর মাসে তাঁর প্রথম অ্যালবাম ‘শেনের শেন’ বাজারে আসে। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘একটি দ্বীপে অবতার তিমি’ শীর্ষক গান শোনাবো।
প্রিয় শ্রোতা, এতোক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।