বাংলা

স্যামি ছেং সিউওয়েন

CMGPublished: 2024-09-04 10:41:58
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

১৯৯৬ সালের শেষ নাগাদ স্যামি তাঁর দশম ক্যান্টোনিজ অ্যালবাম প্রকাশ করেন। ‘গভীর অনুভূতি’ নামে অ্যালবামে মোট ১২টি গান অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে ‘নির্বোধ বোঝাপড়া’ গানটি গীতিমূলক হওয়ার পাশাপাশি অনেক জনপ্রিয়। এটি ১৯৯৬ সালে তাঁর প্রতিনিধিত্বমূলক গানগুলোর মধ্যে অন্যতম।

২০২২ সালের ১২ মার্চ স্যামি তাঁর ষষ্ঠ ম্যান্ডারিন অ্যালবাম ‘ইচ্ছুক’ প্রকাশ করেন। অ্যালবামে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ইগনোরেন্ট মিক্স রিমিক্স শৈলী এবং চীনের ঐতিহ্যবাহী পিকিং অপেরা উপাদান যোগ করে চীনা ও পশ্চিমা বিনোদনের মিশেলে বৈচিত্র্য সৃষ্টি করার চেষ্টা ছিল।

আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি অ্যালবামের শিরোনাম গানটি আপনাদের শোনাচ্ছি। সঙ্গে সঙ্গে শোনাব, এতে রাখা অন্য একটি জনপ্রিয় গান ‘আজীবন সৌন্দর্য’।

আজকে ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদের স্যামির আরেকটি গান শোনাতে চাই। গানের নাম ‘৮০৮’।

首页上一页12 2

Share this story on

Messenger Pinterest LinkedIn