বাংলা

স্যামি ছেং সিউওয়েন

CMGPublished: 2024-09-04 10:41:58
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

স্যামি ১৯৭২ সালের ১৯ আগস্টে চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হংকংয়ের একজন গায়িকা এবং অভিনেত্রী। চীনের কুয়াংতোং প্রদেশের শানথৌ শহর তাঁর পূর্বপুরুষদের জন্মস্থান।

১৯৮৮ সালে ১৬ বছরের স্যামি হংকংয়ের সপ্তম টিভিবি ৮ ইন্টারন্যাশনাল চাইনিজ নিউ ট্যালেন্ট সিঙ্গিং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে রানার-আপ হন। প্রতিযোগিতার পর তিনি ক্যাপিটাল আর্টিস্ট নামে রেকর্ডস কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হন এবং দু’বছর পেশাদার প্রশিক্ষণ নেন। ১৯৯০ সালে তিনি প্রথম ক্যান্টোনিজ অ্যালবাম ‘স্যামি’ প্রকাশ করেন। এতে মেয়েদের অনুভূতি নিয়ে কিছু গান অন্তর্ভুক্ত করা হয়। ১৯৯৫ সালের সেপ্টেম্বরে স্যামি রেকর্ডস কোম্পানি ক্যাপিটাল আর্টিস্ট ত্যাগ করে, ওয়ার্নার মিউজিক গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন। এর আগে চুক্তি বাড়ানো বিষয়ে ক্যাপিটাল আর্টিস্টের মধ্যে মতভেদ থাকার কারণে প্রায় এক বছর তাঁকে ব্লক করা হয়। একই বছরের ১ নভেম্বর ওয়ার্নার, স্যামির জন্য নতুন ক্যান্টোনিজ অ্যালবাম ‘তোমাকে ছেড়ে যেতে পারবো না’ প্রকাশ করে। ‘প্রেমের জন্য শোভা’ হলো এতে রাখা একটি গান। গানটি পাশাপাশি হংকংয়ের জনপ্রিয় টিভি নাটক ‘গোয়েন্দা তদন্ত ফাইল-২’র একটি গান। উল্লেখযোগ্য বিষয় হলো, জাপানের বিখ্যাত সংগীতজ্ঞ নাকাচিমা মিয়োকি গানে সুর দেন।

১৯৯৬ সালের ২৯ মে, স্যামি হংকং প্রশাসনিক অঞ্চল ও তাইওয়ান অঞ্চল, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ায় তাঁর নবম ক্যান্টোনিজ অ্যালবাম ‘হতাশা নয়’ প্রকাশ করেন। অ্যালবামে মোট ১১টি গান রাখা হয়। এর মধ্যে ‘বিলম্ব নেই, ঋণ নেই’ নামে গানটি স্যামির বিখ্যাত গানে পরিণত হয়েছে। গানটি শুধু তখনকার কারাওকে’তে অনেক জনপ্রিয় হয়েছিল তা নয়, বরং স্যামির নিজের সংগীতানুষ্ঠানে প্রায় প্রতিবারই দর্শকদের অনুরোধে গাইতে হতো গানটি।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn