‘বিচ্ছিন্ন করতে পারে না’
আজকের অনুষ্ঠানে চীনের হংকংয়ের একজন জনপ্রিয় গায়িকার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো, তার নাম চেন মেই লিং। তিনি সুন্দর চেহারা ও শক্তিশালী কণ্ঠের জন্য পরিচিত। গত শতাব্দীর ৭০ ও ৮০’র দশকে তিনি চীনের হংকং তাইওয়ান এবং জাপান ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ব্যাপক জনপ্রিয় ছিলেন। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন ছেন মেই লিংয়ের একটি সুন্দর গান ‘বিচ্ছিন্ন করতে পারে না’।
ছেন মেই লিং ১৯৫৫ সালে চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তার খুব উচ্চ মানের শৈল্পিক প্রতিভা দেখা যায়। প্রাথমিক স্কুল থেকেই তিনি গান গাওয়া ও পারফর্ম করা শুরু করেন। মাত্র ১৪ বছর বয়সে তিনি তার প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এই অ্যালবামের সব গান অন্যান্য গায়কের গান, তবে ছেন মেই লিংয়ের নতুন গাওয়া গান হংকংয়ে বেশ জনপ্রিয় হয়। তার ১৭ বছর বয়সে তিনি প্রথমবার চলচ্চিত্রে অভিনয় করেন। পরে যে কয়েকটি চলচ্চিত্রে তিনি অভিনয় করেন, তা হংকংয়ের পাশাপাশি মালয়েশিয়া, থাইল্যান্ডেও বেশ জনপ্রিয় হয়। বন্ধুরা, এখন আমরা একসঙ্গে শুনবো ছেন মেই লিংয়ের গাওয়া একটি সুন্দর ইংরেজি গান ‘you’re my everything’
১৯৭২ সালে জাপানের বিখ্যাত গায়ক ও সুরকার মাসাকিরা হিরাও’র আমন্ত্রণে ছেন মেই লিং জাপানে গিয়ে একটি জাপানি অ্যালবাম রেকর্ড করেন এবং বিভিন্ন জায়গায় পারফর্ম করেন। অল্প সময়ের মধ্যে তিনি অনেক ভক্ত পেয়ে যান। পরের বছর ছেন মেই লিং জাপানের রেকর্ড অ্যাওয়ার্ডসের শ্রেষ্ঠ নতুন গায়িকার পুরস্কার অর্জন করেন। বন্ধুরা, এখন শুনুন ছেন মেই লিংয়ের গাওয়ার একটি সুন্দর জাপানি গান ‘পাখি ফিরেছে’।
খুব জনপ্রিয় হলেও তখন ছেন মেই লিং মাত্র একজন উচ্চ বিদ্যালয়ের ছাত্র। ১৯৭৪ সালে ছেন মেই লিং জাপানের সোফিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। আরও ভালোভাবে পড়াশোনার জন্য তিনি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছেন---সাময়িকভাবে শোবিজ জগত থেকে ছেড়ে দেন এবং কানাডায় গিয়ে অধ্যয়ন করেন। জনপ্রিয় গায়িকা হবার পরও এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ অনেকে বুঝতে পারেন না। তবে, তার মতে জ্ঞান শেখা আরও গুরুত্বপূর্ণ, নিজেকে উন্নত করার পর দর্শকদের আরও ভালো গান পরিবেশন করতে পারেন। বন্ধুরা, এখন শুনুন ছেন মেই লিংয়ের একটি সুন্দর গান ‘প্রেমের ঘূর্ণি’