ওয়াং জেংলিয়াং
‘সবচেয়ে দূরত্ব’ হল ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারিতে ওয়াং জেংলিয়াং প্রকাশিত একটি গান। গানটি, বিশেষ করে মানসিক দিক থেকে পারিবারিক স্নেহ নিয়ে আলোচনা করে। গানটি উষ্ণ ও মর্মস্পর্শী। সবার প্রতি মোবাইলফোন রেখে, পরিবার, আত্মীয়স্বজন ও বন্ধু’র সঙ্গে দূরত্ব ঘুচিয়ে কাছে টানার আহ্বান জানায়। এটি শুধু একটি গান তা নয়, বরং একরকম হৃদয়ানুভুতি। গানের গীতিকার মোবাইলফোনের কারণে একসাথে থাকার ভাল সময় নষ্ট না করার এবং একে অপরের হৃাদ্যিক দূরত্ব না বাড়ার প্রত্যাশা করেন। আচ্ছা, তাহলে এখন আমি ওয়াং জেংলিয়াংয়ের ‘সবচেয়ে দূরত্ব’ গানটি আপনাদের শোনাই।
আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষে আমি ওয়াং জেংলিয়াংয়ের আরেকটি গান আপনাদেরকে শোনাবো। গানের নাম ‘তারাময় রাত’ ।