বাংলা

ওয়াং জেংলিয়াং

CMGPublished: 2024-08-28 14:57:23
Share
Share this with Close
Messenger Pinterest LinkedIn

ওয়াং জেংলিয়াং ১৯৭৭ সালের ৩০ নভেম্বর চীনের সিছুয়ান প্রদেশের ছেংতু শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূখণ্ডের একজন গায়ক, প্রযোজক এবং সিছুয়ান কনজারভেটরি অফ মিউজিকের জনপ্রিয় সংগীত কলেজের একজন সহযোগী অধ্যাপক।

বন্ধুরা, শুনছিলেন ওয়াং জেংলিয়াংয়ের ‘কাঁধে ডানা’ গানটি। ২০০৭ সালে তিনি হুনান টিভি’র একটি প্রতিভা অনুষ্ঠানে অংশ নিয়ে সারা দেশের ফাইনালে দশম স্থান পান। অনুষ্ঠানের পর তিনি সে ‘কাঁধে ডানা’ গানটি প্রকাশ করে, আনুষ্ঠানিকভাবে শোবিজ জগতে পা রাখেন। ২০০৯ সালের ডিসেম্বরে তিনি প্রথম অ্যালবাম ‘ওয়াং জেংলিয়াং: ভালবাসায় পূর্ণ’ প্রকাশ করেন। অ্যালবামের রচনা, আয়োজন, কোরাস, রেকর্ডিং ও তৈরি ইত্যাদি বহু কাজে অংশ নেন তিনি। অ্যালবামটি দিয়ে তিনি ২০১১ সালে ‘১৭তম চায়নিজ টপ টেন মিউজিক অ্যাওয়ার্ডসে’ সেরা নতুন শিল্পী রৌপ্য পুরস্কার জেতেন। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি অ্যালবাম থেকে দু’টো গান বেছে আপনাদেরকে শোনাবো, কেমন? গানের নাম ‘তিন গণনা করে, যেতে দেব’ এবং ‘প্রেম চারিদিকে’।

২০১১ সালের ৯ মে ওয়াং জেংলিয়াং ‘নির্বাচিত প্রেমের হিট’ নামে স্টুডিও অ্যালবাম প্রকাশ করেন। এতে মোট ১২টি গান অন্তর্ভুক্ত করা হয়। ‘প্রেম’ ছিল অ্যালবামের প্রতিপাদ্য। তিনি নির্বাচিত সংগীতের মাধ্যমে অনুরাগীদের সমর্থন ও ভালোবাসার প্রতিদান দেন। যেগুলো তাঁর জন্য বিশেষ তাত্পর্য আছে বা তাঁর সংগীত অভিজ্ঞতার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ আছে, সে গানগুলো রাখা হয় অ্যালবামে। এর মধ্যে ‘প্রেম’ ও ‘শান্তিপূর্ণ রাত’সহ চারটি গান তিনি পুনরায় তৈরি করেন। এছাড়া ‘সময় কোথায় চলে গেছে’ গানটি ১৩তম আধ্যাত্মিক সভ্যতা নির্মাণ ‘পাঁচ-এক প্রকল্প পুরস্কার’ জেতে। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমি অ্যালবামে রাখা ‘সময় কোথায় চলে গেছে’ এবং ‘তোমাকে সত্যিই ভালোবাসার মেঘ’ দু’টো গান আপনাদেরকে শোনাচ্ছি।

12全文 2 下一页

Share this story on

Messenger Pinterest LinkedIn